সুশান্তের প্রাক্তন ম্যানেজার সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন? সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর দাবি
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান অভিনেতা সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই, কারণ হিসেবে উঠে আসছে নানারকম তত্ত্ব। ময়নাতদন্তের রিপোর্ট, তাঁর মৃত্যুকে আত্মহত্যা বললেও, অনুনরাগীদের একাংশের দাবি, খুনই করা হয়েছে অভিনেতাকে। কেন এমন দাবি? তার সপক্ষে রোজই নানারকম ব্যাখ্যা দিচ্ছেন সুশান্ত-ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান অভিনেতা সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন। তিনিই সুশান্তের মৃত্যুর দিনকয়েক আগে 'বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা' করেন। সূত্রের খবর, সুরজের সঙ্গে জটিল সম্পর্কের হাত থেকে দিশাকে বাঁচাতে চেয়েছিলেন সুশান্ত। 'জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত' নামে একটি সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ওই পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করা হয়। সেখানে সিবিআই তদন্তের দাবি করে বলা হয়, 'এর মধ্যে যদি একটুও সত্যতা থাকে, তাহলে হয়ত সুশান্তের মৃত্যুর পিছনে কোনও বড় নামও জড়িয়ে থাকতে পারে। সঠিক বিচার না পেলে আমরা থেমে থাকব না।'

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
