বিয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে জমিয়ে নাচ আরাধ্যার, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানে মঞ্চে শুধু একা ঐশ্বর্যই নন, তাঁর সঙ্গে যোগ দিল নয় বছরের আরাধ্যাও। প্রিয়ঙ্কা চোপড়ার দেশি গার্ল-এর তালে মায়ের সঙ্গে পা মেলাল আরাধ্যাও। আর তার ডান্স মুভ সেখানে উপস্থিত লোকজনের তারিফ আদায় করে নিল। সেইসঙ্গে তার বাবা-মায়েরও। দুজনেই মেয়েকে জড়িয়ে ধরেন।
নয়াদিল্লি: মা-বাবা ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন আরাধ্যা বচ্চন। আর এই অনুষ্ঠানের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে মজেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের একাংশ। ভিডিওতে ডান্স ফ্লোর মাতাতে দেখা গেল অমিতাভ বচ্চনে নাতনিকে। ভিডিও দেখে মনে হয়েছে, এটি প্রাক-বিয়ের কোনও অনুষ্ঠান।
ঐশ্বর্য তাঁর তুতো বোন শ্লোকা শেট্টির বিয়ের অনুষ্ঠান জমিয়ে উপভোগ করেছেন। এই ভিডিও তারই একটি ঝলক। অনুষ্ঠানে মঞ্চে শুধু একা ঐশ্বর্যই নন, তাঁর সঙ্গে যোগ দিল নয় বছরের আরাধ্যাও। প্রিয়ঙ্কা চোপড়ার দেশি গার্ল-এর তালে মায়ের সঙ্গে পা মেলাল আরাধ্যাও। আর তার ডান্স মুভ সেখানে উপস্থিত লোকজনের তারিফ আদায় করে নিল। সেইসঙ্গে তার বাবা-মায়েরও। দুজনেই মেয়েকে জড়িয়ে ধরেন।
সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে শ্লোকার বিয়ের অনুষ্ঠানে ঐশ্বর্য, আরাধ্যা ও অভিষেকের কিছু ছবিও।
প্রাক-বিয়ের অনুষ্ঠানের জন্য আরাধ্যা বেছে নিয়েছিলেন আইভরি। আর আরাধ্যার পরণে ছিল লাল রঙের পোশাক। বিয়ের দিন অবশ্য মা ও মেয়ের পোশাকের এই রঙে বদলাবদলি হয়ে যায়।
গত বছর ঐশ্বর্যর করোনা টেস্ট পজিটিভ এসেছিল। কয়েক সপ্তাহের মধ্যে সেরেও উঠেছিলেন। শেষবার তাঁকে দেখা গিয়েছে ফ্যানি খান-এ। এবার বড় পর্দায় অনুরাগ কাশ্যমের গুলাম জামুন সিনেমায় স্বামী অভিষেকের সঙ্গে জুটি বাঁধছেন ঐশ্বর্য। মণিরত্নমের আগামী সিনেমা পোন্নিয়িন সেলভান-এও দেখা যাবে তাঁকে।