এক্সপ্লোর
Advertisement
‘রিয়েল স্ট্রিট ডান্সার’ টিকটক স্টার বাবা জ্যাকসনের সঙ্গে বরুণ ধবনের ডান্সের ভিডিও নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
হুবহু মাইকেল জ্যাকসনের মতো নাচের ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছিলেন টিকটক স্টার যুবরাজ সিংহ ওরফে বাবা জ্যাকশন। ট্যুইটারে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর নাচের ভিডিও-র প্রশংসা এবং রিট্যুইট করেছিলেন হৃত্বিক রোশন ও রবিনা ত্যান্ডনের মতো তারকাও।
নয়াদিল্লি: হুবহু মাইকেল জ্যাকসনের মতো নাচের ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছিলেন টিকটক স্টার যুবরাজ সিংহ ওরফে বাবা জ্যাকসন। ট্যুইটারে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর নাচের ভিডিও-র প্রশংসা এবং রিট্যুইট করেছিলেন হৃত্বিক রোশন ও রবিনা ট্যান্ডনের মতো তারকাও।
এবার আরও একবার তিনি সোশাল মিডিয়ায় নজর কাড়লেন। এবার বলিউড তারকা বরুণ ধবনের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও-র দৌলতে। আগামী সিনেমা স্ট্রিট ডান্সার ৩ডি-র প্রচারে বরুণ ধবন, শ্রদ্ধা কপূর ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা দেখা হয় বাবা জ্যাকসনের।
বরুণ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বাবা জ্যাকসনকে স্ট্রিট ডান্সার ৩ডি-র মুকাবলা গানের তালে নাচতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সিনেমার অভিনেতারাও ওই গানের তালে নাচলেন।
ক্যাপশনে বরুণ ‘রিয়েল স্ট্রিট ডান্সার’ বাবা জ্যাকসনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নেয়। পাঁচ লক্ষের বেশি ভিউ হয়েছে। ভিডিওতে বাবা জ্যাকসনকে কিংবদন্তী মাইকেল জ্যাকসনের বেশ কিছু স্টেপ পারফর্ম করতে দেখা গিয়েছে। গানের তালে বরুণ ও অন্যান্য অভিনেতাদের সঙ্গে হুক স্টেপও করে দেখান তিনি। বরুণ ভিডিওটি আপলোড করার পর তাঁর অনুরাগীরা তাঁদের মন্তব্যের মাধ্যমে নৃত্যশিল্পীর প্রশংসা করেন। স্ট্রিট ডান্সার ৩ ডি-র অভিনেত্রী নোরা ফতেহিও এই ভিডিও সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। একগুচ্ছ টিকটক ভিডিও অনলাইনে পোস্টের পর যুবরাজ ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছিলেন। তাঁর নৃত্যকুশলতার প্রশংসা করেছিলেন হৃত্বিক রোশনও।
Smoothest airwalker I have seen. Who is this man ? https://t.co/HojQdJowMD
— Hrithik Roshan (@iHrithik) January 13, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement