এক্সপ্লোর
আসছে রানি মুখোপাধ্যায়ের আগামী ছবি মর্দানি ২, দেখুন টিজার
এই সিরিজের প্রথম ছবি মর্দানি-র মত এটিতেও রানি রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে।

মুম্বই: ফের বড় পর্দায় দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর ছবি মর্দানি ২। আজ মুক্তি পেল ছবির টিজার।
৩৮ সেকেন্ডের টিজারে রানির এক ঝলকই দেখা গিয়েছে। এই সিরিজের প্রথম ছবি মর্দানি-র মত এটিতেও রানি রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। হৃতিক রোশনের ছবি ওয়্যার মুক্তি পেতে চলেছে শুক্রবার। এর সঙ্গে মর্দানি ২-র টিজার জুড়ে দেওয়া হচ্ছে।
গত বছর হিচকি ছবিতে শেষবার দেখা যায় রানিকে। এখন তাঁর অনুরাগীরা তাঁর আগামী ছবির প্রতীক্ষায়।
৩৮ সেকেন্ডের টিজারে রানির এক ঝলকই দেখা গিয়েছে। এই সিরিজের প্রথম ছবি মর্দানি-র মত এটিতেও রানি রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। হৃতিক রোশনের ছবি ওয়্যার মুক্তি পেতে চলেছে শুক্রবার। এর সঙ্গে মর্দানি ২-র টিজার জুড়ে দেওয়া হচ্ছে। ২০১৪-য় মুক্তি পাওয়া মর্দানি-র সিকোয়েল হল মর্দানি ২। মর্দানি-তে রানি ছিলেন শিবানী রায় নামে এক পুলিশকর্মীর চরিত্রে, যিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এক পাচারচক্রকে হাতেনাতে ধড়ে ফেলেন। প্রথম ছবিটির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। আর আগামী ছবির পরিচালক নবাগত গোপী পুথরণ, এটিই তাঁর প্রথম ছবি।
গত বছর হিচকি ছবিতে শেষবার দেখা যায় রানিকে। এখন তাঁর অনুরাগীরা তাঁর আগামী ছবির প্রতীক্ষায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















