এক্সপ্লোর
দেখুন: মুক্তি পেল সানি লিওনের ‘তেরে ইন্তেজার’ সিনেমার ট্রেলার

নয়াদিল্লি: সানি লিওনের আগামী সিনেমা ‘তেরা ইন্তেজার’-এর ট্রেলার রিলিজ হল। এই সিনেমায় সানির সঙ্গে আরবাজ খানকে মূখ্য চরিত্রে দেখা যাবে।
ট্রেলারে আরবাজের সঙ্গে সানির রোমান্স দেখা গিয়েছে। রাজীব বালিয়া পরিচালিত এই সিনেমায় দেখা যাবে গৌহর খান ও আর্য বব্বরকেও। সিনেমাটির প্রযোজক অমন মেহতা ও বিজল মেহতা। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। দেখুন ট্রেলার
ট্রেলারে আরবাজের সঙ্গে সানির রোমান্স দেখা গিয়েছে। রাজীব বালিয়া পরিচালিত এই সিনেমায় দেখা যাবে গৌহর খান ও আর্য বব্বরকেও। সিনেমাটির প্রযোজক অমন মেহতা ও বিজল মেহতা। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। দেখুন ট্রেলার বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















