এক্সপ্লোর
Advertisement
দেখুন: যখন প্যারিসে হলিউড তারকা তথা বন্ধু ইভা লোঙ্গোরিয়ার সঙ্গে দেখা হল ঐশ্বর্যর
বলিউডের বিউটি কুইন ঐশ্বর্য রাই বচ্চনের অনুরাগীর সংখ্যা প্রচুর। তাঁর বন্ধুবান্ধবের সংখ্যাও কম নয়। আর এরইমধ্যে গত বৃহস্পতিবার হঠাত্ করেই ঐশ্বর্যর দেখা হয়ে গেল তাঁর পুরানো বান্ধবী মার্কিন অভিনেত্রী ইভা লোঙ্গোরিয়ার সঙ্গে।
মুম্বই: বলিউডের বিউটি কুইন ঐশ্বর্য রাই বচ্চনের অনুরাগীর সংখ্যা প্রচুর। তাঁর বন্ধুবান্ধবের সংখ্যাও কম নয়। আর এরইমধ্যে গত বৃহস্পতিবার হঠাত্ করেই ঐশ্বর্যর দেখা হয়ে গেল তাঁর পুরানো বান্ধবী মার্কিন অভিনেত্রী ইভা লোঙ্গোরিয়ার সঙ্গে।
অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাই-সুন্দরী। সেখানে তাঁদের দুজনকে একে অপরকে শুভেচ্ছা জানাতে ও প্রশংসা করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে ইভা বলেছেন, আমার বন্ধুর সঙ্গে দেখা হল। প্যারিসে আমরা একসঙ্গে এলাম। ইভা মজার ছলে আরও বলেছেন, ‘তুমি আরও বেশি সুন্দর হচ্ছো কেন? আমি আর তোমার পাশে আর দাঁড়াতে চাইব না’। এর জবাবে ঐশ্বর্য বলেন, ‘দেখ, কে এ কথা বলছে’। বেশ কয়েকবারই ঐশ্বর্য ও ইভা কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে হেঁটেছেন।View this post on Instagram????Friends Reunited ????❤️Love Always Eva... you’re just the warmest n sweetest ever... ????????✨
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement