Alia Bhatt: নাচে-গানে জমজমাট 'রকি অর রানি'র প্রেম, মুক্তি পেল ছবির দ্বিতীয় গান
Rocky Aur Rani Kii Prem Kahaani: এই ছবির ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়।

কলকাতা: 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই ঊর্দ্ধমুখী। আজ প্রকাশ্য়ে এল এই ছবির দ্বিতীয় গান 'হোয়াট ঝুমকা' (What Jhumka?)। মদন মোহন ও প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও জোনিতা গাঁধী। গানটিতে রিক্রিয়েক করেছেন অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya)। তিনি এই গানের ব়্য়াপও লিখেছেন। কর্ণ জোহরের সিগনেচার, জমকালো ঝাঁ চকচকে সেটে হয়েছে এই গানের শ্য়ুটিং। ফেস্টিভ মুডকেই প্রাধান্য় দেওয়া হয়েছে এই গানে। এই গানে আলিয়া ভাটের সিফন শাড়ির হিল্লোল ঝড় তুলতে পারে তাঁর অনুরাগীদের মনে। অন্য়দিকে চেনা মেজাজে ধরা দিয়েছেন বলিউডের বাজিরাওও।
প্রসঙ্গত, এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। এছাড়াও রয়েছেন বাংলার দুই অভিনেতা চৃর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায়চৌধুরীর মত অভিনেতারা।
আরও পড়ুন...
বাস্তুর এই নিয়মগুলি না মানলে সংসারে নেমে আসতে পারে দারিদ্র !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial


















