Vastu Tips : বাস্তুর এই নিয়মগুলি না মানলে সংসারে নেমে আসতে পারে দারিদ্র !
Daily Life, According to Vastu : বাস্তু অনুসারে, আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে থাকি যা আমাদের দরিদ্র করে তোলে
কলকাতা : বাস্তুশাস্ত্রে ইতিবাচক ও নেতিবাচক শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুতে সব কিছুর বিশেষ নিয়ম দেওয়া হয়েছে, যা মেনে চলা দরকার। বাস্তু অনুসারে, আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে থাকি যা আমাদের দরিদ্র করে তোলে। আমাদের উচিত, এই ভুলগুলি করা থেকে বিরত থাকা। আসুন জেনে নিই, বাস্তু সংক্রান্ত সেই নিয়মগুলো সম্পর্কে।
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের প্রবেশপথে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। এতে ঘরে বাস্তু দোষ হতে পারে। মা লক্ষ্মী ক্ষুব্ধ হন। এই একটি ভুল ঘরে দারিদ্র ডেকে আনতে পারে। বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। এখানে প্রতিদিন সন্ধেয় ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে। তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। ডাস্টবিন সবসময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে।
কারও কারও বিছানায় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। বাস্তু শাস্ত্রে, এটাকে খুব অশুভ মনে করা হয়। ধুলো পায়ে খাবার খাওয়াও বাস্তু অনুযায়ী, অনুচিত। এই অভ্যাস মানুষকে গরিব করে দিতে পারে। কাজেই, কখনোই বিছানায় খাবার খাবেন না এবং খাওয়ার আগে অবশ্যই হাত-পা ধুয়ে নেবেন।
রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। যদি কোনও কারণে আপনি রাতে বাসন ধুতে না পারেন, তাহলে তা রান্নাঘরের বাইরে রাখুন। রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এমনটা না করলে জীবনে আর্থিক সমস্যা নেমে আসতে পারে।
বাস্তু শাস্ত্র অনুসারে, সন্ধের সময় কাউকে দুধ, দই ও নুন দান করবেন না। এটা আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। সন্ধেয় এই জিনিসগুলি দান করলে দুর্বল হয়ে যায় চন্দ্র।
প্রসঙ্গত, বাস্তুতে সম্পদ লাভের উপায়ও বলা আছে। এই নিয়মগুলি অনুসরণ করলে, মা লক্ষ্মী এবং কুবের দেব খুশি হন। বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে, যা বাড়িতে আনলে তা দেবী লক্ষ্মী ও কুবের দেবকে আকর্ষণ করে। এগুলি বাড়িতে আনলে সুখ এবং সমৃদ্ধি আসে। এই তালিকায় রয়েছে-মাছের রৌপ্য মূর্তি, ভল্ট বা পার্সে ৩টি মুদ্রা রাখুন, পুজোর ঘরে রাখতে হবে দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial