Sher Shah Movie Review : সিদ্ধার্থ-কিয়ারার 'শের শাহ' দেখে কী বললেন শাহরুখ খান?
শাহরুখ খান যেহেতু নিজে একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তাই কোনও ছবি দেখে তাঁর কেমন লেগেছে বা তিনি কী প্রতিক্রিয়া দিলেন, তাও দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
মুম্বই : সদ্যই অ্যামজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'শের শাহ'। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প অনুসারে তৈরি এই ছবি। ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র এবং শহিদ ক্যাপ্টেনের বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় দেখা যাবে 'কবীর সিংহ' নায়িকা কিয়ারা আডবানিকে। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি কেমন লাগল? ছবি দেখে রিভিউ দিয়েছেন খোদ বলিউড বাদশা।
শাহরুখ খান। অভিনয় জগতে তাঁর জনপ্রিয়তা বলাই বাহুল্য। তিনি যেহেতু নিজে একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তাই কোনও ছবি দেখে তাঁর কেমন লেগেছে বা তিনি কী প্রতিক্রিয়া দিলেন, তাও দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শকরাও শাহরুখ খানের প্রতিক্রিয়া জানার অপেক্ষা করেন। সদ্য মুক্তি পাওয়া 'শের শাহ' ছবি দেখে কেমন লাগল, তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শাহরুখ খান। আর বলিউডের বাদশা যা প্রতিক্রিয়া দিলেন, তা আগামিতে সিদ্ধার্থ মলহোত্রর কেরিয়ারে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই আশা করা যায়। নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ খান 'শের শাহ' ছবির প্রশংসা করার পাশাপাশি প্রশংসা করেছেন ছবির নায়ক সিদ্ধার্থ মলহোত্ররও। তিনি লেখেন, 'কার্গিল যুদ্ধের কিংবদন্তি নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প দেখে ভালো লাগল। আপনারাও 'শের শাহ' দেখুন। তার সঙ্গে সিড-র দুর্দান্ত পারফরম্যান্স।'
প্রসঙ্গত, গত বছরই সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল 'শের শাহ' ছবিটির। কিন্তু করোনা অতিমারির প্রকোপ ক্রমশ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। ফলে ছবি মুক্তি পেতেও দেরি হয়। তাই গত বছরের পরিবর্তে চলতি বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় 'শের শাহ'। ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর পাশাপাশি ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করা কিয়ারা আডবানিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ছবিটি প্রযোজনা করেছে কর্ণজোহরের ধর্মা প্রোডাকশন এবং কাশ এন্টারটেইনমেন্ট। জানা যাচ্ছে, 'শের শাহ' ছবির তৈরির সময় থেকেই ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারের সদস্যরাও জড়িয়ে ছিলেন। বিক্রম বাত্রার যমজ ভাই বিশাল বাত্রা জানিয়েছিলেন, বিক্রমের জীবনের গল্প নিয়ে ছবি তৈরি যেন অনেকটা স্বপ্নের মতো।