এক্সপ্লোর
মঞ্চে নাচতে গিয়ে রণবীরের পোশাক ছিঁড়লে সেলাই করেন দীপিকা!
দীপিকা বলেন, বার্সেলোনায় একবার মঞ্চে ঢিলেঢালা প্যান্টস পরে নাচছিলেন রণবীর। সেই সময় হঠাতই একটা অদ্ভুত শব্দ কানে আসে তাঁর। তারপর? আর কী! স্বামীর ছেঁড়া প্যান্টস সেলাই করতে লেগে পড়েন দীপিকা।

রণবীর এতে রয়েছেন কপিল দেবের চরিত্রে। তাঁর স্ত্রী রোমির ভূমিকায় দীপিকা।
মুম্বই: কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এক্ষেত্রে বলতে হয় যিনি অভিনয় করেন, তিনি সেলাইও করেন! দীপিকা পাড়ুকোনের জন্য এই কথাটি ১০০ শতাংশ খাটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, রণবীরের সঙ্গে কোনও শো-এ গেলে তিনি বেশির ভাগ সময় সূঁচ, সুতো, সেফটি পিন নিয়ে যান। কারণটাও তিনি ফাঁস করলেন কপিল শর্মার চ্যাট শো-এ এসে। বলিউডে রণবীরের পোশাক-আসাক নিয়ে চর্চার অন্ত নেই। অদ্ভুত পোশাক পরে পারফর্মও করেন তিনি। মুম্বইয়ের এক পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা বলেন, বার্সেলোনায় একবার মঞ্চে ঢিলেঢালা প্যান্টস পরে নাচছিলেন রণবীর। সেই সময় হঠাতই একটা অদ্ভুত শব্দ কানে আসে তাঁর। তারপর? আর কী! স্বামীর ছেঁড়া প্যান্টস সেলাই করতে লেগে পড়েন দীপিকা। 'আমার চারপাশে সবাই যখন নাচানাচি করছে, তখন আমি রণবীরের প্যান্টস সেলাই করছি!', দাবি দীপিকার। শুধু তাই নয়, মাঝে মাঝে রণবীরের পকেট থেকে কীভাবে টাকা সরিয়ে নেন তিনি, সে-কথাও অকপটে বলেন রণবীর-পত্নী। রণবীর, দীপিকা দুজনেই এখন আগামী ছবির মুক্তির দিকে তাকিয়ে। জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে দীপিকার 'ছপাক', রণবীরের '৮৩' মুক্তি পাচ্ছে এপ্রিলে। সেখানে অবশ্য দীপিকাও অভিনয় করছেন তাঁর স্ত্রীর ভূমিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















