Nimrat Kaur: বাবাকে অপহরণ করে খুন করে হিজবুল মুজাহিদিন, কঠিন সময় নিয়ে মুখ খুললেন নিমরত কৌর
Nimrat Kaur News: ২০১৫ -তে দেওয়া একটি সাক্ষাৎকারে নিমরত বলেন, তাঁর পুরো পরিবার তাঁর বাবার সঙ্গে দেখা করতে যেতেন কাশ্মীরে

কলকাতা: তিনি নিজের অভিনয়ের জোরেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তবে চিরকালই তিনি নিজের পরিবারকে এগিয়ে রেখেছেন। সবসময়েই তিনি তাঁর বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি নিমরক কৌর (Nimrat Kaur)। অভিনেত্রীর বাবা মেজর ভূপেন্দ্র সিংহ (Major Bhupender Singh) ভারতীয় সেনাবাহিনীর অংশ ছিলেন। কাশ্মীরে পোস্টিং ছিল নিমরতের বাবার। নব্বইয়ের দশক থেকেই কাশ্মীরে পোস্টিং নিমরতের বাবার। ২০১৫ সালে প্রথমবার বাবার মৃত্যু নিয়ে মুখ খোলেন নিমরত। প্রথমবার অভিনেত্রী জানান, কীভাবে তাঁর বাবাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আর তারপরে খুন করা হয়েছিল।
২০১৫ -তে দেওয়া একটি সাক্ষাৎকারে নিমরত বলেন, তাঁর পুরো পরিবার তাঁর বাবার সঙ্গে দেখা করতে যেতেন কাশ্মীরে। প্রধানত শীতের ছুটির সময়েই তাঁরা যেতেন। নিমরতের পুরো পরিবার সেই সময়ে পাটিয়ালায় থাকতেন। কাশ্মীরে যেতেন কেবল ছুটিতে। ১৯৯৪-এ আমরা বাবার সঙ্গে দেখা করতে কাশ্মীর গিয়েছিলাম। তারপরেই হিজবুল মুজাহিদিন নিমরতের বাবাকে অপহরণ করে। ৭ দিন তাঁকে বন্দি রাখার পরে, মেরে ফেলা হয়। নিমরতের বাবাকে বন্দি করে রেখে হিজবুল মুজাহিদিন দাবি করেছিল বেশ কিছু কুখ্যাত সন্ত্রাসবাদীকে ছেড়ে দেওয়ার। ভারত তাতে রাজি হয়নি। নিমরতের বাবার তখন মাত্র ৪৪ বছর বয়স। সেই সময়েই তাঁকে মেরে ফেলা হয়। খবর পেয়ে নিমরতরা দিল্লি পৌঁছন। সেখানেই প্রথম আর শেষবার নিমরত তাঁর বাবার মৃতদেহ দেখেছিলেন।
জীবনের এই অধ্য়ায়কে নিমরত তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে বর্ণনা করেছেন। নিমরতের কথায়, 'আমার জীবন বদলে গিয়েছিল। আমাদের আর্থিকভাবে কোনও সমস্যা হয়নি এইটা ঠিক, কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো রাতারাতি উধাও হয়ে গেল। একজন সৈনিকের পরিবারের জীবন থেকে সাধারণ মানুষের জীবনে ফেরাটা একেবারেই সহজ ছিল না। সৈনিকের পরিবার যেন সবসময় একটা আবরণের মধ্যে থাকে। তবে আমার বাবা কখনও আমায় সেনাবাহিনীর স্কুলে পাঠায়নি। আমি আমার বন্ধুদের কাছে ছিলাম একজন সৈনিকের মেয়ে। সেখান থেকে একজন সাধারণ ছাত্রী হয়ে যাওয়াটা আমার কাছে সহজ ছিল না। সেনাবাহিনীর সঙ্গে আমাদের আর কোনও যোগাযোগ রইল না। তবে এখনও সেনাবাহিনীরা আমাদের কাছে পরিবারের মতোই।' নিমরত আরও বলেছেন, তাঁর বাবা একাধিক পুরস্কার পেয়েছিলেন।
প্রসঙ্গত, মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন নিমরত। পরবর্তীতে তিনি পা রাখেন বলিউডে।






















