Rajesh Khanna Birth Anniversary: 'কেউ আমার কথা শোনেনি, বোঝেওনি...', কেন এমন বলেছিলেন রাজেশ খন্না?
Bollywood Celebrity Updates: একবার কাজের অত্যধিক চাপ নিয়ে কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, কাজ করতে করতে যেন তাঁর মৃগী হয়ে যাওয়ার মতো অবস্থা।
মুম্বই: আজ জন্মদিন কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নার (Rajesh Khanna)। দীর্ঘ কেরিয়ারে অভিনয় করেছেন বহু ছবিতে। যেমন ছবির গল্প, তেমন গান। রাজেশ খন্না দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। একবার কাজের অত্যধিক চাপ নিয়ে কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, কাজ করতে করতে যেন তাঁর মৃগী হয়ে যাওয়ার মতো অবস্থা। জন্মদিনে প্রকাশ্যে পুরনো সাক্ষাৎকার।
কাজের চাপ প্রসঙ্গে রাজেশ খন্না-
'রাজেশ খন্না- দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার'। লেখক ইয়াসির উসমান লিখেছেন রাজেশ খন্নার বই। সেখানেই পাওয়া গিয়েছে অভিনেতার সম্পর্কে নানা তথ্য। জানা গিয়েছে, কোনও ছবির প্রস্তাবকেই না করতে পারতেন না রাজেশ খন্না। তার জন্য তাঁকে অনেক কটু কথাও শুনতে হত। এক সাক্ষাৎকারে রাজেশ খন্না বলেন, 'আমার গলায় ব্যথা হচ্ছিল। কথা বলতে কষ্ট হচ্ছিল। বলেছিলাম সবাইকে যে, আর কোনও ছবিতে এখনই সই করতে পারব না। কিন্তু কেউ আমার কথা শোনেনি বোঝেওনি। আমার হাতে প্রচুর ছবির কাজ জমা হচ্ছিল। সময় দিত পারছিলাম না। ফলে আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছিল। বেশি কাজ ধরার জন্য সমালোচনা হচ্ছিল। বলা হচ্ছিল, আমি লোভী। আসলে আমার সমস্যা এটাই যে, কীভাবে কাউকে না বলতে হয়, সেটা আমি জানি না। অনুরাগীদের চিঠি আসল আমার কাছে। তাতে আমি আরও বেশি দ্বিধায় পড়ে যেতাম। কেউ জানে না, 'আনন্দ' ছবির শ্য়ুটিংয়ের সময়ে কী চাপ গিয়েছিল আমার উপর দিয়ে। এত কাজ করতে হত। মনে হত যেন মৃগী হয়ে যাবে।'
আরও পড়ুন - Twinkle Khanna Birthday: কোন সুপারহিট ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আজও আফশোস করতে হয় টুইঙ্কলকে?
প্রসঙ্গত, এদিন রাজেশ খন্নার জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন টুইঙ্কল খন্না। বাবা-মেয়ের একই দিনে জন্মদিন। ছোটবেলার ছবি পোস্ট করে স্মৃতিচারণা অভিনেত্রীর।
">
">