এক্সপ্লোর
জানেন, সলমন কেন বরুণের ওপর খাপ্পা?

মুম্বই: ‘জুড়ুয়া’-র সিকোয়েলে সলমন খানের জায়গায় বরুণ ধাওয়ান অভিনয় করছেন, অনেকেরই জানা। ৯৭-এ ‘জুড়ুয়া’ যখন মুক্তি পায়, তখন বরুণের নাকি বয়স ছিল মাত্র ৭ বছর। এবার সিকোয়েলের ট্রায়াল শোয়ে বরুণ সলমনকে ডাকেন আঙ্কল বলে। ব্যস, সাল্লুভাই চটে লাল। বয়সের তফাত দেখলে পরিষ্কার, বরুণের সলমনকে কাকু বলে ডাকার রীতিমত অধিকার রয়েছে। কিন্তু বলিউডের নিয়মকানুন তো আর ও সব মেনে চলে না। বিশেষ করে বরুণের থেকে ছোট নায়িকাদের সঙ্গেও যখন অক্লেশে হিরো হন সলমন। ফলে চটে লাল সাল্লু বরুণকে স্পষ্ট বলে দেন, আঙ্কল টাঙ্কল চলবে না, তাঁকে সলমন ভাই বলে ডাকতে হবে। এক ঘর সাংবাদিককে বরুণ জানিয়েছেন, সলমন তাঁকে বলেন, আবার যদি আঙ্কল বলিস, তোকে থাপ্পড় মারব। সলমন ভাই বলে ডাকবি আমাকে। তুই ডেভিড ধাওয়ানের ছেলে কিনা, তাতে আমার কিছু যায় আসে না। থিয়েটারের ভেতরে আঙ্কল বলে ডাকতে দেব না তোকে। বরুণ জানিয়েছেন, তাঁর বিশ্বাস, সিকোয়েলে তাঁর কাজ দেখে সলমনের ভাল লাগবে। তাঁকে এক বাক্স জিনস উপহার দিয়েছেন সাল্লু, সেগুলি পরে এই ছবিতে অভিনয় করবেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















