এক্সপ্লোর
Advertisement
কফি উইথ কর্ণ-এ ক্যাটরিনা নয়, নিজের জীবনের প্রিয় এই দুই মানুষের সঙ্গে আসছেন সলমন!
মু্ম্বই: কফি উইথ কর্ণ-এর পঞ্চম পর্বও যথেষ্ট জমে উঠেছে। শাহরুখ-আলিয়াকে দিয়ে শো শুরু হয়েছে। টুইঙ্কল-অক্ষয়ের পর্ব শো আরও একধাপ জমিয়ে দিয়েছে। এবার শোনা যাচ্ছে শো-তে আসছেন সলমন খানও, যদিও প্রথমে তিনি কাজে ব্যস্ত থাকার দোহাই দিয়ে শোয়ে আসতে পারবেন না বলেছিলেন। প্রথমে শোনা গিয়েছিল, সলমনের সঙ্গে এবারও শোয়ে সঙ্গী হয়ে আসবেন তাঁর প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফ। কিন্তু সূত্রের খবর, ক্যাটরিনা নয়, সলমন এবারে শোয়ে আসবেন তাঁর জীবনের খুব প্রিয় এবং কাছের দুই মানুষের সঙ্গে। তাঁরা হলেন সলমনের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান।
তবে কর্ণ-এর এই শোয়ে যদি খানেরা তিন ভাই আসেন, তাহলে সেটা সত্যিই বেশ অন্যরকম হবে। সবচেয়ে বড় কথা এই শোয়ের র্যাপিড ফায়ার রাউন্ডে কর্ণ কীভাবে তিন খানকে একসঙ্গে সামলাবেন, সেটাই দেখার।
সূত্রের খবর খানেরা তিনভাই এই শোয়ে আসছেন তাঁদের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে। সলমন এবং তাঁর দুই ভাই ১৯৭৭ সালের ছবি ‘অমর আকবর অ্যান্টনি’র রিমেক করার কথা ভাবছেন। তবে ছবিটি এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে, তার আগেই সকলকে চমকে দিলেন কর্ণ। হয়তো কর্ণ অন্য প্রযোজকদের এই ছবি নিয়ে বার্তা দিতেই তিন খানকে তাঁর শোয়ে একসঙ্গে আনলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement