Orhan Awatramani: স্টার কিডদের 'ঘনিষ্ঠ' বন্ধু! কে এই অরি?
Bollywood Updates: তাঁর নাম অরহান অবত্রমণি বা অরি। কে এই তরুণ? অবশেষে নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন।
মুম্বই: জাহ্নবী কপূর (Janhvi Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), খুশি কপূর (Khushi Kapoor), অনন্যা পাণ্ডে (Ananya Panday) থেকে নাইসা দেবগন। বলিউডের অনেক স্টার কিডের সঙ্গে দেখা যায় এক তরুণকে। কখনও পার্টি করতে। কখনও আবার জিমের বাইরে কিংবা অন্য কোথাও। তাঁর নাম অরহান অবত্রমণি বা অরি। কে এই তরুণ? অবশেষে নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন।
কে এই অরহান অবত্রমণি?
অরহান অবত্রমণি বা অরিকে চেনেন নেটিজেনরা। জাহ্নবী কপূর, সারা আলি খান, খুশি কপূর, অনন্যা পাণ্ডে থেকে অজয় দেবগন কন্যা নাইসা দেবগনের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। নানা সময়ে তাঁর সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রীরা। স্বাভাবিকবাবেই তাঁকে ঘিরে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। স্টার কিডদের সঙ্গে এভাবে সময় কাটান যিনি, কে এই অরি? সারা থেকে জাহ্নবী কিংবা অনন্যা সকলেই তাঁকে 'ঘনিষ্ঠ বন্ধু' বলে উল্লেখ করেন। সম্প্রতি অরহান বা অরি জানালেন, তিনি একজন গায়ক, গীতিকার, ফ্যাশন ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর, ফ্যাশন স্টাইলিস্ট, ফুটবল খেলোয়াড়, আর্ট কিউরেটর। কাজেই সারাক্ষণ ডুবে থাকেন তিনি। কাজের বাইরে ঘুমোতে ভালোবাসেন। নিজেই জানালেন এমনটা। অরহান বলেন, 'হয় আমি ঘুমোই অথবা কাজ করি। আমি অত্যন্ত পরিশ্রম করতে পছন্দ করি। আমি জিমে যাই। নিজেকে ফিট রাখার জন্য কষরত করি। নিজেকে তরতাজা রাখতে পছন্দ করি। কখনও যোগাসন করি।'
আরও পড়ুন - Sidharth-Kiara Wedding: কারা আমন্ত্রিত সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে? ফাঁস অতিথি তালিকা
বলিউডে যোগ দেওয়া প্রসঙ্গেও কথা বলেন অরহান। জানান, তিনি হিন্দিতে খুব ভালো কথা বলতে পারেন না। আর এটাই প্রধান কারণ বি টাউনের কোনও ছবির প্রস্তাবে রাজী না হতে পারার। তিনি বলেন, 'আমি সবসময়ই ছবির প্রস্তাব পাই। কিন্তু আমি হিন্দিটা ভালো করে বলতে পারি না। আমার এক বন্ধু হিন্দি ছবি ভালোবাসে। তার সঙ্গে তার বাড়িতে একবার 'পদ্মাবত' দেখতে গিয়েছিলাম। ওই ছবিটা আমার দেখে শেষ করতে তিনদিন সময় লেগেছিল। কারণ, আমার বন্ধু ওই ছবিটা আমাকে ট্রান্সলেট করে দিয়েছিল। তবেই বুঝতে পেরেছিলাম। এরপর আমার কী হল জানি না। এরপর ছবিটা আমি ৩০ বার দেখেছি। এত ভালো লেগেছিল। অসাধারণ ছবি। তবে, এখনই বলিউড আমার জন্য সঠিক পছন্দ নয়।'