Payal Dhare: MMS ঘিরে বিতর্কে 'ভাইরাল গার্ল' পায়েল ধারে! সত্যিই ফাঁস হয়েছে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত?
Popular YouTuber Payal Gaming: দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে মাঠে থাকার সময় পায়েলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়

কলকাতা: চর্চার কেন্দ্রবিন্দুকে ভারতের জনপ্রিয় অনলাইন গেমার পায়েল ধারে (Popular YouTuber Payal Dhare)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হইচই, বারে বারে সার্চ করা হচ্ছে তাঁর নাম। কিন্তু কে এই পায়েল ধারে? কেনই বা হঠাৎ ভাইরাল তিনি? দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের পর থেকেই চর্চায় পায়েল। সেই সময়ে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর চর্চায় আসার কারণ সেই ছবি নয়, একটি এমএমএস!
আসলে, দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে মাঠে থাকার সময় পায়েলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ‘ভাইরাল গার্ল’ হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বারে বারে সার্চ করা হয় তাঁর নাম। তবে, এর পরেই সূত্রপাত হয় বিতর্কের! পায়েলের এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরেই, সমাজমাধ্য়মে একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটি মূলত MMS। সেখানে দেখা যায়, এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ওই ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়, ভিডিওতে থাকা ওই তরুণী আসলে পায়েল। দুবাইয়ে থাকাকালীনই নাকি তাঁর এই ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছিল।
সোশ্য়াল মিডিয়ায় মূহূর্তে ভাইরাল হয়ে যায় ওই তরুণীর ভিডিওটি। বহুবার সার্চ করা হয়। সেই সময়ে নাকি অনেকে ওই ভিডিওর একটি কপি পেতে বেশ কিছু টাকা দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন। বিষয়টি নিয়ে চুপই ছিলেন পায়েল, তবে একটা সময়ের পরে সরব হন তাঁর অনুরাগীরা। বলা হয়, ভিডিওটি আসল নয়, পায়েলের ছবি ব্যবহার করে গোটাটাই কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি করা। পায়েলের সম্মানহানি করার জন্যই এই ধরনের ভিডিো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অনেকেই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখানোর হয়, ভিডিওটি ফেক।
পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি দেন পায়েল। তিনি বলেন, যে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দাবি করা হচ্ছে, এই ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে, গোটা বিষয়টি মোটেই সত্য নয়। ওই ভিডিওর তরুণী আদৌ পায়েল নন। গোটা বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন পায়েল। পাশাপাশি পায়েল আবেদন করেন, ওই ভিডিও ডাউনলোড করা থেকে সবাই যেন বিরত থাকেন। অযথা ওই ভিডিও যদি ছড়ানো হয় তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।
View this post on Instagram






















