এক্সপ্লোর
'হেরা ফেরি ৩' নিয়ে কেন এত দেরি , জানালেন সুনীল শেট্টি
বড় পর্দায় 'হেরা ফেরি ৩'-র জন্য সাহগ্রে অপেক্ষা করছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের অনুরাগীরাা। কিন্তু অপেক্ষা দীর্ঘতর হয়ে চলেছে। এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০০-এ। ২০০৬-এ মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব 'ফির হেরা ফেরি'।

মুম্বই: বড় পর্দায় 'হেরা ফেরি ৩'-র জন্য সাহগ্রে অপেক্ষা করছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের অনুরাগীরাা। কিন্তু অপেক্ষা দীর্ঘতর হয়ে চলেছে। এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০০-এ। ২০০৬-এ মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব 'ফির হেরা ফেরি'।
তারপর থেকে প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। নির্মাতারা এখনও পর্যন্ত 'হেরা ফেরি ৩'-র ব্যাপারে কোনও ঘোষণা করেননি।
সিনেমার সিকোয়েলে কেন এত দেরি হচ্ছে, তা জানিয়েছেন সুনীল শেট্টি। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এই মুহুর্তে সবকিছুই স্থগিত রাখা হয়েছে। ফিল্মের টিম হেরা ফিরি ৩ তৈরি করতে ইচ্ছুক। কিন্তু কয়েকটি ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে। সেগুলি দূর করা প্রয়োজন। সিনেমা টেলিভিশন ও মিম ওয়ার্ল্ডেও ব্যাপক জনপ্রিয়। আমরা এই সিনেমা সম্পর্কে দর্শকদের আগ্রহ সম্পর্কে সচেতন।
'হেরা ফেরি ৩ 'সিনেমা নিয়ে ইতিবাচক সুনীল শেট্টি। তিনি বলেছেন, আমাদের একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। আমি মনে করে, তা ম্যাজিকের মতো কাজ করবে। আমি খুবই আশাবাদী। এই সিনেমা হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
