Navya Naveli Nanda: অমিতাভ-জয়ার নাতনি, কিন্তু কখনও কেন রুপোলি পর্দায় পা-ই রাখলেন না নব্যা?
Amitabh Bacchan and Jaya Bacchan Granddaughter: নব্যা বলেন, তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ যে তিনি যা যা চেয়েছেন, পরিবার তাই করতে দিয়েছে। সমর্থন করেছে তাঁকে
কলকাতা: তাঁর রক্তে রয়েছে অভিনয়। পরিবারের প্রায় সবাই যুক্ত অভিনয় পেশার সঙ্গেই। কিন্তু কেন অভিনয়ের দুনিয়ায় কখনোই পাই রাখলেন না নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও জয়া বচ্চনের (Jaya Bacchan)-এর নাতনি নব্যা পড়াশোনা ও ব্যবসা নিয়েই থাকেন। ভাই অগ্যস্ত অভিনয়ের দুনিয়ায় পা রাখলেও, তিনি চিরকাল অভিনয় থেকে দূরেই থেকেছেন। কিন্তু কেন?
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মুম্বই এনক্লেভ ২০২৪’-এর অনুষ্ঠানে এসে নিজের জীবনধারা, ভাবনা নিয়ে মুখ খুলেছেন নব্যা। তিনি জানিয়েছেন, তিনি কখনও অভিনয় করতেই চাননি। পরিবারের সবাই অভিনয় পেশার সঙ্গে যুক্ত হলেও, অভিনয় তাঁকে টানেনি কখনোই। বরং তিনি অনেক বেশি চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। সমাজমাধ্যমের মাধ্যমে নিজের মতামত চারিদিকে ছড়িয়ে দিতে। অভিনয়ের দুনিয়ায় চাইলেই তিনি পা রাখতে পারতেন। বাড়ির সবাই তাঁকে সেই কথাই বলেছিল, কিন্তু নব্যা বেছে নিয়েছেন নিজের পছন্দকে।
নব্যা আরও বলেন, তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ যে তিনি যা যা চেয়েছেন, পরিবার তাই করতে দিয়েছে। সমর্থন করেছে তাঁকে। যা যা সমর্থন ও সুযোগ তিনি এতদিন ধরে পেয়ে এসেছেন, তাঁর জন্য কৃতজ্ঞ তিনি এই কথাই জানিয়েছিলেন। প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি, পড়াশোনাতেও মন রয়েছে নব্যার। সদ্য সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছিলেন তিনি আইআইএম আমদাবাদে ভর্তি হয়েছেন উচ্চ শিক্ষার জন্য। তবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি।
‘ইন্ডিয়া টুডে মুম্বই এনক্লেভ ২০২৪’-এর অনুষ্ঠানে নব্য এই বিষয় নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সবার মতামত রাখারই জায়গা। সেই কারণেই তিনি নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেন না। নিজের যেটা করতে ইচ্ছা করে, যেটা ঠিক বলে মনে করেন তিনি সেটাই করেন। আপাতত নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যেই এগিয়ে যেতে চান নব্যা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।