এক্সপ্লোর
উড়ালপুল দুর্ঘটনায় মিডিয়াকে কটাক্ষ করে কী বললেন শাহরুখ?

এমনিতে তিনি মিডিয়া ফ্রেন্ডলি। অন্তত সংবাদমাধ্যম তাঁকে সে ভাবেই চেনে। কিন্তু সম্প্রতি বিবেকানন্দ উড়ালপুলের দুর্ঘটনায় মিডিয়াকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন শাহরুখ খান। উড়ালপুল বিপর্যয়ে মিডিয়ায় ভূমিকার কড়া ভাষায় সমালেচনা করেন তিনি। তাঁর কথায়, ‘‘শোকপালনের জন্য চল্লিশ সেকেন্ডও সময় দেয় না মিডিয়া।’’ কেন একথা বলছেন শাহরুখ? এককথায় কলকাতা তাঁর সেকেন্ড হোম। কলকাতার যে কোনও বিষয়েই তিনি সেনসিটিভ। গত ৩১ মার্চ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা শুনে মেকআপ ভ্যানের মধ্যেই টিভি দেখতে বসেন বাদশা। তখনই তাঁর নজরে পড়ে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যম রাজনৈতিক কারণ খুঁজতে শুরু করেছিল। নিহতদের কথা ভুলে গিয়ে সকলে দোষীকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি মনে করেন, এতে গোটা ঘটনার ফোকাস নষ্ট হয়ে গিয়েছিল। উদ্ধারকাজ থেকে মানুষের নজর ঘুরে যায়। ফলে মিডিয়ার আরও দায়িত্ব নিয়ে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















