Virat Kohli: অভনীতের ছবিতে বিরাটের লাইক, তোলপাড় সোশ্যাল মিডিয়া! অবশেষে মুখ খুললেন কিংবদন্তি
Virat Kohli on Avneet Kaur: কেন অভনীতের পোস্ট লাইক করেছিলেন বিরাট?

কলকাতা: অভনীত কৌর (Avneet Kaur) -এর ছবিতে লাইক করেছেন বিরাট কোহলি (Virat Kohli), আর তাই নিয়েই সমাজ মাধ্যমে তোলপাড়। অনুরাগীরা ভেবে ফেললেন, তবে কি অভনীত ও বিরাটের মধ্যে কি তবে বন্ধুত্ব রয়েছে? সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ল বিভিন্ন গুজবে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আইপিএল নিয়ে। তবে তার মধ্যেই তিনি অভনীত কৌর সংক্রান্ত চর্চায় শিরোনামে উঠে এসেছেন। এবার বিরাট স্পষ্ট করে জবাব দিলেন, কেন অভনীত কৌরের ছবি লাইক করেছিলেন তিনি।
বিরাট কোহলির উত্তর:
ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি ২৩ বছর বয়সী অভিনীত কৌরের ছবি লাইক করে দিয়েছেন, যার দরুণ তাঁকে এই ব্যাপারে উত্তর ও দিতে হয়েছে। আসলে তিনি অভিনীত কৌরের ফ্যান পেজ থেকে শেয়ার করা ছবিটি লাইক করেছিলেন। এরপর থেকেই তাঁকে ট্রোল করা শুরু হয়েছে। এরপর বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি বিবৃতি লিখেছেন। তিনি লিখেছেন যে এটা ভুলবশত হয়েছে, তাই অযথা গুজব ছড়ানোর দরকার নেই। তিনি ইচ্ছাকৃতভাবে লাইক করেননি।
পোস্টে কী লিখেছিলেন বিরাট কোহলি?
বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময় ভুলবশত কোনও ইন্টাব়্যাকসন রেজিস্টার হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা অ্যালগরিদমের কারণে হয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে অযথা কোনও গল্প না বানানো হোক। আমার কথা বোঝার জন্য ধন্যবাদ।' প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ২৭১ মিলিয়ন অনুরাগী রয়েছেন। এই পরিস্থিতিতে বিরাট যখন টিভি অভিনেত্রী অভিনীতের ফ্যান পেজ থেকে শেয়ার করা ছবি লাইক করে দিলেন, তখন তা নেটিজেনদের চোখ এড়াবে, এতগুলো মানুষ জানবে না তাই বা কি করে হয়। মুহূর্তেই মধ্যেই এই খবর ভাইরাল হয়ে পড়ে যে বিরাট অভনীতের পোস্টে লাইক করেছেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের সম্মুখীন ও হন তিনি। কিছু লোক আবার লিখেছেন, বিরাটের ফোন হয়তো ভামিকা বা অকায়-এর কাছে ছিল, তাই এমনটা হয়েছে। এবার এই বিষয়ে নিজের মন্তব্য স্পষ্ট করেছেন বিরাট।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অভনীত ও বেশ জনপ্রিয়। তাঁর একাধিক ফ্যান পেজও রয়েছে।























