Oscar 2023: সাদা সিল্কের শাড়িতে অস্কার অনুষ্ঠানে নজরকাড়া রাম চরণ-পত্নী উপাসনা!
Wife Of Ram Charan Dazzled:গাউন নয়, শাড়ি! ভারতীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে খাঁটি সিল্কের শাড়ি পরে অস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটলেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি।
![Oscar 2023: সাদা সিল্কের শাড়িতে অস্কার অনুষ্ঠানে নজরকাড়া রাম চরণ-পত্নী উপাসনা! Wife Of Ram Charan Upasana Dazzled In Classic Silk Saree At 95th Academy Awards Oscar 2023: সাদা সিল্কের শাড়িতে অস্কার অনুষ্ঠানে নজরকাড়া রাম চরণ-পত্নী উপাসনা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/6a8284f1349b553ba748e336fd8f6dbe1678702409231482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লস অ্যাঞ্জেলিস: গাউন নয়, শাড়ি (Saree)! ভারতীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে খাঁটি সিল্কের (Handwoven Silk) শাড়ি পরে অস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটলেন অভিনেতা রাম চরণের (Ram Charan Wife) স্ত্রী উপাসনা (Upasana) কামিনেনি। তবে এতেই শেষ নয়। শাড়িটির বিশেষত্ব ছিল আরও একটি জায়গায়। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে সেটিকে তৈরি করেছিলেন হায়দরাবাদের বিশিষ্ট ডিজাইনার জয়ন্তী রেড্ডি। সব মিলিয়ে নজরকাড়া সাজ উপাসনার! রেড কার্পেটে হাঁটার সময় ক্যামেরার ঝলকানি যেন থামছিলই না।
কী দেখল ডলবি থিয়েটার?
উপাসনার সঙ্গেই অস্কারের রেড কার্পেট দিয়ে হেঁটেছেন রাম চরণ। এই মুহূর্তে RRR, বিশেষত 'নাটু নাটু'-র সৌজন্যে দুরন্ত সময় কাটাচ্ছেন রাম চরণ। তার উপর অভিনেতার পরিবারে শীঘ্রই নতুন সদস্য আসার কথা। আনন্দের এমন সময়ে স্ত্রীকে নিয়েই অস্কার অনুষ্ঠানে এসেছিলেন তিনি। নিজে পরেছিলেন থ্রি পিস শেরওয়ানি। স্ত্রীর সাজপোশাকেও ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। উপাসনা বরাবর পরিবেশবান্ধব পোশাক পরার পক্ষপাতী। অস্কারমঞ্চেও তার কোনও ব্যতিক্রম করেননি। ঐতিহ্যের সঙ্গে নিজের মতাদর্শের মেলবন্ধন ধরা পড়েছে তাঁর দুধসাদা সিল্ক শাড়িতে।
শাড়ির সাজ...
যে শাড়িটি তিনি পরেছিলেন, তার পাড় বরাবর ছিল হাতে করা সুক্ষ্ণ কারুকাজ। সঙ্গে ছিল মানানসই ব্লাউজ। হাতে যে 'পোটলি' নিয়েছিলেন উপাসনা সেটিও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকেই তৈরি করেছিলেন তিনি। গয়না হিসেবে খুবই ছিমছাম কিছু বেছে নিয়েছিলেন রাম চরণ পত্নী। রুবির কানের দুল, মুক্তোর নেকলেস দিয়ে পরিপাটি করে সাজেন উপাসনা। সঙ্গে ছিল ঢিলেঢালা খোঁপা, হালকা মভ রংয়ের লিপস্টিক। মেক আপ মোটেও চড়া কিছু করেননি। কিন্তু 'লেস ইজ মোর' মন্ত্র মেনেই রেড কার্পেটে আলাদা নজর কেড়েছেন তিনি।
হায়দরাবাদের যে ডিজাইনার তাঁর শাড়ি ডিজাইন করেছেন, সেই জয়ন্তী রেড্ডি বলেন, 'রেড কার্পেটের জন্য় হাতে বোনা এবং দীর্ঘমেয়াদি কোনও পোশাক চেয়েছিলেন উপাসনা। সেই কথা মাথায় রেখেই হাতে বোনা সিল্ক দিয়ে শাড়িটি তৈরি করেছিলাম। ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে তেলঙ্গানার হস্তশিল্পীরাই শাড়িটি বোনেন।' প্রসঙ্গত, এবারের অস্কারে বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেয়েছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) ও 'নাটু নাটু' (Naatu Naatu)। তার ওপর লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারও (Dolby Theatre) এদিন মেতে ওঠে 'নাটু নাটু'র লাইভ পারফর্ম্যান্সের সঙ্গে। টিম 'আর আর আর'-এর প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে চিরঞ্জীবী, সামান্থা রুথ প্রভু প্রমুখ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)