Akshay Kumar: বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে অক্ষয় পুত্র আরভের?
Bollywood Celebrity Updates: এই তথ্য কি সঠিক? নাকি শুধুই গুজব? কী জানাচ্ছেন খোদ অক্ষয় কুমার?
মুম্বই: বলিউডে পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের (Akshay Kumar) ছেলে আরভ। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনটাই। এই তথ্য কি সঠিক? নাকি শুধুই গুজব? কী জানাচ্ছেন খোদ অক্ষয় কুমার?
ছেলের বলিউডে ডেবিউ প্রসঙ্গে অক্ষয় কুমার-
বি টাউনে শীঘ্রই পা রাখতে চলেছেন একাধিক স্টার কিড। শাহরুখ খানের দুই সন্তান সুহানা খান এবং আরিয়ান খান, সেফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং আরও অনেক স্টার কিডের আত্মপ্রকাশ হতে চলেছে। সেই তালিকাতেই কি এবার নাম লেখাতে চলেছেন অক্ষয় পুত্র আরভ? সম্প্রতি এই প্রশ্নই করা হয় বলিউডের খিলাড়িকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর পুত্রে। অক্ষয় কুমার বলেন, 'ওর তেমন কোনও ইচ্ছে নেই। আমি শুধু চাই, ও যাই করুক না কেন, সেটাই খুশিতে করুক। ও খুশিতে থাকুক।'
আরও পড়ুন - Priyanka Chopra: ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখতে প্রিয়ঙ্কা চোপড়া কোন ডায়েট মানেন?
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি 'সেলফি'। মুম্বইয়ে সেই ছবির প্রচারের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে 'খিলাড়ি' সারলেন 'মিট অ্যান্ড গ্রিট'। ছবির নামই যখন 'সেলফি' তখন অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলবেন না তা কি হয়? তুললেন একের পর এক সেলফি। মাত্র তিন মিনিটে তুলে ফেলেন ১৮৪টি সেলফি। আর তাতেই নয়া রেকর্ড গড়লেন অভিনেতা। অক্ষয় কুমারের কথায় তিনি রেকর্ড ভেঙে এবং তাঁর অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়ায় আনন্দিত। তিনি বলেন, 'জীবনে আজ পর্যন্ত যা যা করেছি এবং এখন জীবনের যে পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, সবটাই আমার অনুরাগীদের শর্তহীন ভালবাসা ও সমর্থনের ফসল। এটা তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি ছিল আমার, তাঁরা যেভাবে গোটা কর্মজীবন জুড়ে আমার পাশে দাঁড়িয়েছে তার প্রতি শ্রদ্ধা।' এদিনের প্রচারপর্বে মঞ্চে অভিনেতা অনুরাগীদের সঙ্গে 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানেও পা মেলান। এই ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি।
অন্যদিকে গত ২২ জানুয়ারি প্রকাশ্যে এসেছে 'সেলফি' ছবির ট্রেলার। অক্ষয় কুমার সেই ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এই কাহিনির ভিলেনের কথা তো জানি না কিন্তু হিরো সেলফিই। প্রেক্ষাগৃহে সেলফি মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি।'