Will Smith Updates: উইল স্মিথের বিরুদ্ধে কড়া শাস্তির ঘোষণা অ্যাকাডেমির
অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন উইল স্মিথ (Will Smith)। এবার অভিনেতার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত ঘোষণা করল অ্যাকাডেমি।
লস অ্যাঞ্জেলেস: ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অপ্রত্যাশিত ঘটনা। অস্কারের মঞ্চে (Oscar 2022) সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় কষিয়ে আগেই বিতর্কের মধ্যে ছিলেন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বৈঠকে বসে অ্য়াকাডেমি। উইল স্মিথকে ১৫ দিন সময়ের মধ্যে লিখিতভাবে নিজের বিবৃতি দিতে জানান হয় অ্যাকাডেমির পক্ষ থেকে। তারপরই উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় তারা। যদিও অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন উইল স্মিথ। এবার অভিনেতার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত ঘোষণা করল অ্যাকাডেমি।
উইল স্মিথের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল অ্যাকাডেমি-
এদিন অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবসা নিয়ে বৈঠকে বসে। আর সেখানেই অভিনেতার বিরুদ্ধে শাস্তির ঘোষণা করা হয়। জানা গিয়েছে, অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার শাস্তি হিসেবে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে অ্যাকাডেমি। ১০ বছর অস্কার থেকে নিষিদ্ধ হলেন উইল স্মিথ।
আরও পড়ুন - Yami Gautam on Dasvi: তাঁকে ঘিরে অসম্মানজনক রিভিউয়ের বিরুদ্ধে বিস্ফোরক ইয়ামি গৌতম
যা ঘটেছিল অস্কারের মঞ্চে-
চলতি বছর অস্কারের মঞ্চে সঞ্চালনা করাকালীন নানা ধরনের মজার কথা বলছিলেন ক্রিস রক। সেই সময় আচমকা তিনি বসে বসেন, 'আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।' সঞ্চালকের মুখ থেকে এমন কথা শোনা মাত্র মুখভঙ্গী বদলে যায় উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের। বোঝা যায়, সামনের সারিতে সবুজ গাউন পরা জাডা পিঙ্কেট এই কথায় অসন্তুষ্ট হয়েছেন। স্ত্রী অসন্তুষ্ট হওয়ায় নিজের আসন ছেড়ে এগিয়ে গিয়ে সপাটে সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন উইল স্মিথ। এখানেই শেষ নয়। ক্রিস রককে চড় মারার পর নিজের আসনে ফিরে এসে বারবার চিৎকার করে বলতে থাকেন, 'তোমার নোংরা মুখ থেকে আমার স্ত্রীকে দূরে রাখ।' সঞ্চালক যতবার বোঝাতে চান, তিনি মজা করে বলেছেন, তাতেও থামানো যায়নি উইল স্মিথকে। তিনি হুঙ্কার দিতে থাকেন বারবার। জানা যায়, হলিউড তারকা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট অ্যালোপেসিয়া নামে একটি রোগে আক্রান্ত দীর্ঘদিন। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। আর 'জি আই জেন'-এ মুখ্য চরিত্রে অভিনীত নায়িকার মাথায় চুল কম থাকার কারণে নানা চর্চাও হয়েছিল। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ। আর তাতেই মেজাজ হারান তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে জানা যায়, অ্য়ালোপেসিয়া রোগে আক্রান্ত হন জাডা পিঙ্কেট। অসুস্থতার কারণেই তাঁর মাথার চুল কম। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ।