এক্সপ্লোর
Advertisement
চুম্বন এবং আলিঙ্গন, সুশান্ত সিংহ রাজপুতকে জন্মদিনের শুভেচ্ছা কৃতি শ্যাননের
মুম্বই: আজ সুশান্ত সিংহ রাজপুতের ৩২ তম জন্মদিন। অভিনেতার সোশ্যাল মিডিয়া যখন ভক্তদের শুভকামনায় ভেসে যাচ্ছে, তখন সুশান্তের বান্ধবী কৃতি শ্যানন তাঁকে কীভাবে উইশ করলেন জানেন?
অনেক চুম্বন এবং আলিঙ্গন, এই হচ্ছে কৃতির তরফে সুশান্তকে দেওয়া উপহার।এছাড়া টুইটে নিজেদের দুজনের একান্তে কাটানো একটি মুহূর্তের ছবি পোস্ট করে সুশান্তকে কৃতির শুভেচ্ছা হ্যাপি বার্থ ডে.......সবসময় তুমি তোমার ওই শিশুসুলভ হাসিটি বজায় রেখ। আর নিজের জানার অদম্য ইচ্ছে কখনও দমিয়ে রেখ না। তোমার উত্তেজনাই আমার অনুপ্রেরণা।
সুইৎজারল্যান্ডে কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে এই জুটি বর্ষবরণে মেতেছিলেন। এছাড়া তাঁরা তাঁদের সুইসে ছুটি কাটানোর বহু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এদিকে দীর্ঘদিন ধরেই কৃতি-সুশান্তের প্রেম নিয়ে কানাঘুষো শোনা যায় টিনসেল টাউনে। জন্মদিনে সুশান্তের প্রিয় বান্ধবীর থেকে এমন শুভেচ্ছা সেই প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। এদিকে পেশাদার ক্ষেত্রে 'এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি'র পর 'সোনে চিড়িয়া'য় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত। ছবিতে সুশান্ত ছাড়াও রয়েছেন ভূমি পেডনেকার, মনোজ বাজপেয়ী, আশুতোষ রাণা এবং রণবীর শোরে। এই ছবির জন্যে চম্বলে এখন শ্যুটিংয়ে ব্যস্ত সুশান্ত।Happyyyy Birthday @itsSSR !! Keep that childlike smile always alive..! May you always stay as curious and excited as ever and may all that you wish for come true! ???????? pic.twitter.com/fFyd4Dtr3U
— Kriti Sanon (@kritisanon) January 21, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement