Sjoerd Marijne on Shahrukh Khan: টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দলের সাফল্য, 'চক দে ইন্ডিয়া' পার্ট টু'র চিত্রনাট্য! জল্পনা
২০০৭ সাল। মুক্তি পায় শাহরুখ খানের জনপ্রিয় ছবি 'চক দে ইন্ডিয়া'। ছবিতে জাতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে দেখা যায় বলিউডের বাদশাকে।
মুম্বই : ২০০৭ সাল। মুক্তি পায় শাহরুখ খানের অভিনীত জনপ্রিয় ছবি 'চক দে ইন্ডিয়া'। ছবিতে জাতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে দেখা যায় বলিউডের বাদশাকে। কীভাবে আর কত পরিশ্রম করে মেয়েদের হকি দল সাফল্য পায়, তার গল্প রুপোলি পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক সিমিত আমিন। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছিলেন সাগরিকা ঘাটগে, শিল্পা শুক্লা, বিদ্যা মালাভাড়ে প্রমুখ অভিনেতারা। বক্স অফিসে তুমুল সাফল্য এবং নেটিজেনদের প্রশংসায় ভরে গিয়েছিল এই ছবি।
কাট টু ২০২১। চলছে টোকিও অলিম্পিক্স। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি ভারতীয় মেয়েদের পারফরম্যান্স। পদক হয়তো তাঁরা জিততে পারেননি। কিন্তু তাঁদের পারফরম্যান্স এবং কঠিন পরিশ্রম দেশের মানুষের মন জয় করে নিয়েছে। অলিম্পিক্সে মহিলা হকি দলের যাত্রা অনেকটা যেন রূপকথার মতোই। খেলা চলাকালীনই বলিউড বাদশা শাহরুখ খান মহিলা হকি দলের কোচ সোয়ের্ড মারিন এবং অধিনায়ক রানি রামপালকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। পাশাপাশি গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হওয়ায় শাহরুখ খান যে কতটা দুঃখ পেয়েছেন, তা তাঁর ট্যুইটার পোস্ট দেখলেই আন্দাজ করা যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'মন ভেঙে গেল। কিন্তু তবু গর্ব হচ্ছে। খুব ভালো খেলেছে মেয়েদের হকি দলের প্রত্যেকে। তোমরাই তো আমাদের গর্ব। আর প্রত্যেক দেশবাসী তোমাদের দেখে প্রেরণা পাবে। এটাও একটা জয়।'
শাহরুখ খানের এই ট্যুইটেই কমেন্ট করেন মেয়েদের হকি দলের কোচ সোয়ের্ড মারিন। তিনি লেখেন, 'ধন্যবাদ এভাবে ভালোবাসার জন্য। বলিউড থেকে এভাবে সমর্থন পেয়ে খুব ভালো লাগছে। এটাই তো চক দে পার্ট টু তৈরির সেরা সময়। তাই নয় কি?' যদিও মারিনের এই ট্যুইটের এখনও কোনও জবাব দেননি বাদশা। দেখা যাক তিনি কী বলেন। তবে, গ্রেটেস্ট শো অন আর্থ-এ মেয়েদের হকি দলের দুর্দান্ত পারফরম্যান্সের পর 'চক দে ইন্ডিয়া পার্ট টু' তৈরি হলে মন্দ হবে না। আপনি কি বলেন?