এক্সপ্লোর
মহিলা পরিচালকদের সঙ্গে কাজ করলে তাঁর পরিশ্রম কমে যায়, বললেন শাহরুখ খান
মুম্বই: ফারহা খান ও গৌরী শিন্ডের মত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা, মহিলারা চিত্র পরিচালক হিসেবে অনেক বেশি সংবেদনশীল হন। তাঁদের সঙ্গে কাজ করা অনেক বেশি সহজ। বললেন শাহরুখ খান।
শাহরুখ বলেছেন, যদিও খুব কম সংখ্যক মহিলা পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন কিন্তু দেখেছেন, প্রতিটা দৃশ্য ভিন্ন সংবেদনশীলতা দিয়ে দেখেন তাঁরা। একজন পুরুষ হিসেবে সেভাবে ওই দৃশ্য কল্পনা করা তাঁর পক্ষে অসম্ভব। তাই এই পরিচালকদের সঙ্গে কাজ তাঁর অভিনয়কে আলাদা মাত্রা দেয়।
ফারহাই প্রথম মহিলা পরিচালক, যাঁর সঙ্গে ম্যায় হুঁ না, ওম শান্তি ওম ও হ্যাপি নিউ ইয়ারে কাজ করেন শাহরুখ। পরে গৌরীর সঙ্গে গত বছর করেন ডিয়ার জিন্দেগি।
শাহরুখ জানিয়েছেন, এই দুই পরিচালকের কাজ করার ধরন সম্পূর্ণ ভিন্ন। ফারহা, গৌরী- দুজনেই অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল অথচ চিত্রনির্মাতা হিসেবে তাঁরা একেবারে ভিন্ন মেরুর মানুষ। তাঁর মতে, মহিলারা অনেক বেশি বিবেকী ও পরিশ্রমী। তাই তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর কাজ অনেক সহজ হয়ে যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement