এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্ব এইডস দিবস: সচেতনতার বার্তা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর
কেন পালন করা হয়? প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য় সংস্থা এইডস দিবস পালন করে। যার মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে সচেতনতা প্রচার করা। কোভিড ১৯ পরিস্থিতিতে এইচআইভি রোধ করতে পরীক্ষা, চিকিৎসার দিকে গুরুত্ব দিতে হবে বলে মনে করছ বিশ্ব স্বাস্থ্য় সংস্থা।
কলকাতা: আজ, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিশ্বকে এইডস মুক্ত করতে এদিন সচেতনতার বার্তা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের টুইটার হ্য়ান্ডেলে এদিন অভিনেত্রী লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইডস মুক্ত পৃথিবী গড়ে তুলতে সংগ্রাম করতে হবে।
কেন পালন করা হয়? প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য় সংস্থা এইডস দিবস পালন করে। যার মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে সচেতনতা প্রচার করা। কোভিড ১৯ পরিস্থিতিতে এইচআইভি রোধ করতে পরীক্ষা, চিকিৎসার দিকে গুরুত্ব দিতে হবে বলে মনে করছ বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। বিশেষত যেসব দেশে স্বাস্থ্য় ব্য়বস্থা অনুন্নত, সেখানে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য় সংস্থার মতে, কোভিড ১৯ পরিস্থিতিতে এইচআইভি-র গুরুত্ব কমে গিয়েছে। কিন্তু সমাজের স্বার্থে, স্বাস্থ্য়ের স্বার্থে আমাদের এইচআইভি-র বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।
চলতি বছর বিশ্ব এইডস দিবসের থিম বিশ্ব সংহতি এবং স্থিতিস্থাপকতা। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা বিশ্ব এইডস দিবসকে গ্লোবাল পাবলিক হেলথ ক্যাম্পেন হিসেবে চিহ্নিত করেছে। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ১২.৬ মিলিয়ন মানুষ এইচআইভি-র চিকিৎসা করানোর সুযোগ পাননা। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা জানিয়েছে, ২০১৯-এর নিরিখে ৩ কোটি ৮০ হাজার মানুষের এইচআইভি আছে। হু জানিয়েছিল, ২০২০ সালের জুন মাসের মধ্যে ২৬ মিলিয়ন অ্যান্টারট্রোভাইরাল থেরাপি হবে। অন্তঃসত্ত্বা এবং তার পরবর্তী পর্যায়ে ৮৫ শতাংশ মহিলার এই থেরাপি হয়। রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টোনিও গুয়েটার্স বলেন, স্বাস্থ্য় মৌলিক অধিকার। কোভিড-১৯ এবং এইডস মোকাবিলায় সারা বিশ্বকে সংহতি বজায় রাখতে হবে এবং দায়িত্ব ভাগ করে নিতে হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement