Year 2022 in Entertainment: চলার পথে হাত ছেড়ে গেলেন যাঁরা, বলিউডের সেই সকল নক্ষত্রদের স্মরণ
Year Ender 2022: কেউ দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে হার মেনেছেন, কেউ আবার জনসমক্ষে খুন হয়েছেন। চলতি বছরে গোটা দেশের বিনোদন দুনিয়ার একাধিক শিল্পীকে হারিয়েছি আমরা। বছর শেষে তাঁদের স্মরণ।
কলকাতা: বছর প্রায় শেষের পথে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই নতুন বছরের (New Year) আগমন। সকলেই নতুন করে জীবন উৎসবে মেতে উঠবেন। তবে পুরনো বছরকে বিদায় জানানোর আগে একবার ফিরে দেখা যাক এই বছরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনায়। এই বছরে বিনোদন দুনিয়ার অত্যন্ত বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব আমাদের ছেড়ে গেছেন। দেশজুড়ে বিনোদন দুনিয়া (Entertainment World) একাধিকবার শোকের সম্মুখীন হয়েছে। ২০২২ সালের শেষ লগ্নে তাঁদেরই স্মরণ করা যাক।
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
মৃত্যু: ৬ ফেব্রুয়ারি, ২০২২
দীর্ঘ লড়াইয়ের পর থামে সুরঝঙ্কার। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। রেখে যান অজস্র শিল্প সৃষ্টি। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
বাপি লাহিড়ি (Bappi Lahiri)
মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০২২
মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান হয় 'ডিস্কো কিং' বাপি লাহিড়ির। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।
শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)
মৃত্যু: ১১ এপ্রিল, ২০২২
বছরের শুরুর ভাগেই বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নামে। প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম। একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও। মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)
মৃত্যু: ২৯ মে, ২০২২
পঞ্জাবের (Punjab) মানসা জেলায়, নিজের গ্রাম জাওয়ারে খুন হন সিধু মুসেওয়ালা। অন্য দিন বুলেটপ্রুফ গাড়ি নিয়ে বেরোলেও, এ দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন দুই বন্ধু। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে সিধুকে ঘিরে ফেলে। তার পর এলোপাথাড়ি সাত রাউন্ড গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। আত্মরক্ষার কোনও সুযোগই পাননি সিধু। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ হন তাঁর দুই বন্ধুও।
কেকে (KK)
মৃত্যু: ৩১ মে, ২০২২
মধ্যরাতে হঠাৎই দুঃসংবাদ। ভেঙে পড়ে তামাম দেশবাসী। কলকাতায় এক কলেজের অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর প্রয়াণে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শোকের ছায়া নামে সঙ্গীত জগতে।
দীপেশ ভান (Deepesh Bhan)
মৃত্যু: ২৩ জুলাই, ২০২২
'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় চরিত্র মলখান। জুলাই মাসের শেষের দিকে প্রয়াত হন তিনি। ভেঙে পড়েন ছোটপর্দার কলাকুশলীরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। ক্রিকেট খেলতে খেলতে অজ্ঞান হয়ে যান, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi)
মৃত্যু: ৪ অগাস্ট, ২০২২
হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। শেষ পর্যন্ত হার মানেন। ইহলোক ত্যাগ করেন। তাঁকে বলিউডে একাধিক জনপ্রিয় ছবি যেমন, 'কোই মিল গয়া' (Koi Mil Gaya), 'গদার' (Gadar), 'সত্যা' (Satya) ইত্যাদিতে দেখা গেছে। শুধু সিনেমাতেই নয়, মিথিলেশ কাজ করেছেন একাধিক টিভি শোয়। 'নীলি ছত্রী ওয়ালে' (Neeli Chatri Wale) ও 'কয়ামত'-এ (Kayamath) কাজ করেছেন। 'পটিয়ালা বেবস' (Patiala Babes) নামক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।
রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)
মৃত্যু: ২১ সেপ্টেম্বর, ২০২২
চলতি বছরে হাসিমুখে বিদায় নিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দিল্লি এইমসে ভর্তি ছিলেন ১ মাসেরও বেশি সময় ধরে। ১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। তাঁর বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই রাজুর মধ্যে ছিল শিল্পীসত্তা। মানুষের চালচলন দুর্দান্ত নকল করতে পারতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে, কমেডিয়ান হতে।
আরও পড়ুন: Year 2022 in Entertainment: জীবন পথের সফর থামল যাঁদের, বছর শেষে স্মরণ সেই তারকাদের
অরুণ বালি (Arun Bali)
মৃত্যু: ৭ অক্টোবর, ২০২২
চিরঘুমের দেশে অত্যন্ত জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। বয়স হয়েছিল ৭৯। 'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার। ছোটপর্দায়ও কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। কাজ করেছেন দূরদর্শনেও।
বৈশালী ঠক্কর (Vaishali Takkar)
মৃত্যু: ১৬ অক্টোবর, ২০২২
টেলিভিশন জগতেও শোকের ছায়া নামে। ছোটপর্দার অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়'র (Yeh Rishta Kya Kehlata Hai) জন্য দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন বৈশালী।
রাকেশ কুমার (Rakesh Kumar)
মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২২
বলিউডে একের পর এক শোকের ছায়া। দীর্ঘদিন ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করার পর তা শেষ হল। প্রয়াত হলেন বলিউডের নামী পরিচালক রাকেশ কুমার। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা'র মতো ছবি তিনি তৈরি করেছেন। তিনি একাধারে ছিলেন বি টাউনের প্রযোজক, পরিচালক এবং স্ক্রিনরাইটার।
সুনীল শিন্ডে (Sunil Shende)
মৃত্যু: ১৪ নভেম্বর, ২০২২
চলতি বছরে প্রয়াত হয়েছেন আমির খানের (Aamir Khan)-এর সহ অভিনেতা সুনীল শিন্ডে (Sunil Shende)। ১৪ নভেম্বর মুম্বইয়ের ভিলে পার্লে আবাসনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। অভিনেতার এক বন্ধু এই খবর জানান। ছবি ও মিউজিক ক্রিটিক পবন ঝাঁ সংবাদ মাধ্যমকে এই খবর দেন।
কৃষ্ণা (Krishna)
মৃত্যু: ১৫ নভেম্বর, ২০২২
সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ। দক্ষিণী তারকা মহেশ বাবুর বাবা তিনি। বর্ষীয়ান এই অভিনেতা প্রায় ৩০০ ছবিতে কাজ করেছেন। চলতি বছর মে মাসেই তিনি ৭৯ বছর পূর্ণ করেছেন। গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন তাঁর স্ত্রী, মহেশ বাবুর মা ইন্দিরা দেবী।