Year Ender 2022: 'রণালিয়া' থেকে ফারহান-মৌনি-হংসিকা, চলতি বছরে সাত পাকে বাঁধা পড়লেন যে তারকারা
Marriages in 2022: ২০২২ যখন শেষের দিকে তখন একবার ফিরে দেখা যাক কোন কোন তারকা জুটি চলতি বছরে গাঁটছড়া বাঁধলেন।
কলকাতা: ২০২২ সালে একাধিক তারকা আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। কোনও তারকার বিয়ে মানেই তাঁদের সাজপোশাকও সাধারণ মানুষের জন্য বেশ আকর্ষণের বিষয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় কেবল সেই ছবি প্রকাশ হওয়ার অপেক্ষা। ২০২২ যখন শেষের দিকে তখন একবার ফিরে দেখা যাক কোন কোন তারকা জুটি চলতি বছরে গাঁটছড়া বাঁধলেন।
প্রান্তিক বন্দ্যোপাধ্যায় - অঙ্কিতা চক্রবর্তী
চলতি বছরে বিয়ে সারেন টলিউডের পরিচিত মুখ প্রান্তিক ও অঙ্কিতা। গান্ধর্ব মতে বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।
অনিন্দিতা রায়চৌধুরী - সুদীপ সরকার
২৬ জানুয়ারি ২০২২, বিয়ে সারেন টলি পাড়ার অপর জুটি অনিন্দিতা ও সুদীপ। হাজির ছিলেন টেলি দুনিয়ার বন্ধুরা।
মৈনাক বন্দ্যোপাধ্যায় - ঐশ্বর্য চৌধুরী
টেলি দুনিয়ার অপর এক পরিচিক মুখ মৈনাক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে সারেন তিনি। স্ত্রী ঐশ্বর্য চৌধুরী, পেশায় গাড়ির ডিজাইনার।
মৌনি রায় - সূরজ নাম্বিয়ার
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, এখন বলিউডেও তাঁর বেশ পরিচিতি। মৌনি রায়। চলতি বছরে ২৭ জানুয়ারি ব্যবসায়ী প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ার হিল্টন গোয়া রিসর্টে অনুষ্ঠান সম্পন্ন হয়।
করিশ্মা তান্না - বরুণ বঙ্গেরা
অভিনেত্রী করিশ্মা তান্না এই বছর বিনিয়োগকারী বরুণ বঙ্গেরার সঙ্গে বিয়ে সারেন ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে। গুজরাতি ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির মিশেলে এই বিয়ে হয়।
শীতল ঠাকুর - বিক্রান্ত মাসি
বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর ফেব্রুয়ারি মাসে হিমাচল প্রদেশে গাঁটছড়া বাঁধেন। 'ব্রোকেন বাট বিউটিফুল ১'-এর সেটে দেখা হওয়ার পর ২০১৫ সাল থেকে তাঁরা সম্পর্কে ছিলেন।
ফারহান আখতার - শিবানী দান্ডেকর
ফারহান ও শিবানী ফেব্রুয়ারি মাসে খুবই ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারেন। শিবানীর পোশাক শিরোনামে উঠে আসে। ভিতরের একাধিক ভিডিও আসে প্রকাশ্যে।
আলিয়া ভট্ট - রণবীর কপূর
চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ইভেন্ট। আলিয়া ভট্ট ও রণবীর কপূরের বিয়ে। ১৪ এপ্রিল ধুমধাম করে বিয়ে সারেন বলিউডের এই তারকা জুটি। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।
নয়নতারা - ভিগ্নেশ শিবান
দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও ভিগ্নেশ শিবান বিয়ে সারেন জুন মাসে। নেটফ্লিক্স তাঁদের বিয়ের এক্সক্লুসিভ কভারেজও করে। তথ্যচিত্রের নাম 'বিয়ন্ড দ্য ফেয়ারিটেল'। হাজির হয়েছিলেন রজনীকান্ত ও শাহরুখ খান।
আরও পড়ুন: Year Ender 2022: ছবি পরিচালনায় অনির্বাণ, ছেড়ে গেলেন গীতশ্রী, ঐন্দ্রিলা, টলিউডের ২০২২ সফর
রিচা চাড্ডা - আলি ফজল
অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলি ফজল ও রিচা চাড্ডা। তাঁদের অন্য ধরনের বিয়ের পোশাক সকলের নজর কাড়ে।
হংসিকা মোটওয়ানি - সোহেল কাঠুরিয়া
সম্প্রতি বিয়ে সারেন হংসিকা ও সোহেল। প্যারিসে বিয়ের প্রস্তাব আর জয়পুরে সাত পাক ঘোরা। ছবি ভাইরাল হয়ে যায় বিয়ের।