এক্সপ্লোর
২৫ বছর পর পরিচালক স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে করলেন পুরানো দিনের এই অভিনেত্রী
1/5

সোনমের জীবনে আবার আসে প্রেম।পন্ডিচেরিতে তাঁর সঙ্গে দেখা হয় মুরলীর। পরে মুরলী সোনমকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হন সোনম। সোনম জানিয়েছেন, গত ১৪ এপ্রিল মুরলীর সঙ্গে নিকাহ হয়েছে তাঁর।
2/5

১৯৯৭-এ আন্ডারওয়ার্ল্ডের টার্গেট হয়ে যান রাজীব। নিজের অফিসের বাইরে আক্রান্ত হন। এরপরই রাজীব ও সোনম দেশ ছেড়ে পাড়ি দেন আমেরিকায়। পরে লস অ্যাঞ্জেলেসে থাকার পর ছেড়ে ছেলে গৌরবের সঙ্গে সুইজারল্যান্ডে আসেন তাঁরা। কয়েক বছর আগে মুম্বইয়ে ফিরে আসেন তাঁরা। কিন্তু ২০১১ থেকেই আলাদা থাকতে শুরু করেন সোনম ও রাজীব।
Published at : 21 Apr 2017 11:07 AM (IST)
Tags :
SonamView More






















