Yogi Adityanath Biopic: যোগী আদিত্যনাথের জীবন এবার বড়পর্দায়, মুখ্যভূমিকায় অভিনয় করছেন কে?
Yogi Adityanath: বিশেষ এই দিনেই ঘোষণা করা হল, যোগী আদিত্যনাথের জীবনী এবার উঠে আসবে বড়পর্দায়।

কলকাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জীবন এবার বড়পর্দায়! তৈরি হচ্ছে নতুন ছবি, 'অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী' (Ajey : The Untold Story Of A Yogi)। সম্রাট সিনেম্যাক্স তাদের আসন্ন ছবির ঘোষণা করেছে আজই। কেন এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হল? কারণ আজ যোগী আদিত্যনাথের জন্মদিন। বিশেষ এই দিনেই ঘোষণা করা হল, যোগী আদিত্যনাথের জীবনী এবার উঠে আসবে বড়পর্দায়। আজ প্রকাশ্যে আনা হয়েছে ছবিটার একটি পোস্টারও। সেখানে সিনেমার মুখ্যচরিত্রে থাকছেন অভিনেতা অনন্ত জোশী (Anant Joshi)। তাঁকে গেরুয়া পোশাক পরে দেখা গিয়েছে। নির্মাতারা পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন - ‘জগৎ ছেড়ে, গেরুয়া পরিধান পরিধান করে, সেবায় মগ্ন। এক যোগী- যিনি একাই একটি আন্দোলন হয়ে উঠেছেন।’
View this post on Instagram
কেন আজকের দিনেই ছবির ঘোষণা?
এর অন্যতম কারণ, আজ যোগী আদিত্যনাথের জন্মদিন। ছবি প্রযোজক ঋতু মেঙ্গির মতে, যোগী আদিত্যনাথের জীবন অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক। এই ছবির মাধ্যমে তিনি যোগীজির সাংসারিক সুখ ত্যাগ করে ভারতের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রাপথকে তুলে ধরেছে। জন্মদিনে এই ছবি মুক্তি দেওয়া তাঁর অসাধারণ জীবনকে সম্মান জানানো। এছাড়াও পরেশ রাওয়াল, দীনেশ লাল যাদব, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি রবিন্দর গৌতমের পরিচালনায় তৈরি হয়েছে। ছবিটির প্রযোজনা করেছেন ঋতু মেঙ্গি। এই ছবির চিত্রনাট্য লিখেছেন দিলীপ বচ্চন এবং প্রিয়াঙ্ক দুবে। মিট ব্রাদার্স এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ইতিমধ্যেই ছবির অভিনেতা অভিনেত্রীরা চূড়ান্ত হয়ে গিয়েছেন।
কবে মুক্তি পাবে ছবি?
নির্মাতারা ঘোষণা করেছেন যে, এই ছবি ১ আগস্ট মুখ্যমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে মুক্তি পাবে। এর আগে নির্মাতারা ২৬শে মার্চ টিজার প্রকাশ করেছিলেন, যেখানে যোগী আদিত্যনাথের জীবনের একেবারে শুরুর দিকের বছরগুলো দেখানো হয়েছে। অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী হিন্দি ভাষার সঙ্গে সঙ্গে তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষাতেও মুক্তি পাবে। অনুরাগীরা অনেকেই অপেক্ষা করছেন এই সিনেমাটি দেখার জন্য অনেকের মতেই, যোগী আদিত্যনাথের জীবনের অনেক অজানা দিক উঠে আসবে এই সিনেমার হাত ধরে।






















