এক্সপ্লোর
Advertisement
'মহাভারত' নিয়ে ট্রোলড, আমিরের পাশে জাভেদ আখতার
নয়াদিল্লি: 'মহাভারত' নিয়ে আমির খানের ছবির সিরিজ করার খবর ট্রেন্ডিং হতেই সোস্যাল মিডিয়ায় তাঁর ওপর দাত-নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে একদল লোক, যারা প্রশ্ন তুলেছে, মুসলিম হয়ে কেন হিন্দু দেবদেবীদের নিয়ে নাড়াচাড়া করবেন উনি? আমিরের উদ্যোগকে তারা সাম্প্রদায়িক রং দিতে মাঠে নেমে পড়েছে। কিন্তু আমির পাশে পেয়ে গেলেন জাভেদ আখতারকে যিনি মুখের মতো জবাব দিয়েছেন আমিরের নিন্দুকদের।
গত বুধবার প্রথম খবরটা দিয়ে ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানান, মুকেশ অম্বানি ও আমির খান 'মহাভারত' নিয়ে ছবির সিরিজ করবেন। বাজেট হাজার কোটি টাকার ওপর। শোনা যাচ্ছে, 'দি লর্ড অব দি রিংস' সিরিজ ও জনপ্রিয় টিভি শো 'দি গেম অব থ্রোনস'-এর ধাঁচে তৈরি হবে আমিরের মুভি সিরিজ।
খবরটা ছড়াতেই নেটিজেনরা আমিরকে নিশানা করেন 'মহাভারত'-এর একটি চরিত্রকে তুলে ধরার ব্যাপারে। এক ট্যুইটার ব্যবহারকারী লেখে, মুসলমান আমির খান কেন সবচেয়ে প্রাচীন, পবিত্র হিন্দু মহাকাব্য মহাভারতে অভিনয় করবে? নরেন্দ্র মোদীর বিজেপি সরকার কি কংগ্রেসের মতোই চলবে, ধর্মনিরপেক্ষতার নামে চুপ করে থাকবে? কোনও হিন্দু মহম্মদের চরিত্রে অভিনয় করলে মুসলিমরা মানবে?
আরেক ট্যুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, আমির, জাভেদ-দুজনেই ভারতীয়দের কাছে বিপদ!
You ignorant unfortunate imbecile, obviously you know nothing about our Indian traditions and culture . Do you know who were Ras khan bullay shah Waris shah, ,Baba Farid Nazeer Akbarabadi , Nizir Banarasi , Bismillah khan . You are just a frog in the stinking well of communalism
— Javed Akhtar (@Javedakhtarjadu) March 22, 2018
তাদের পাল্টা নামী গীতিকার, লেখক জাভেদ আখতার ট্যুইট করেন, স্কাউন্ড্রেল, পিটার ব্রুকসের মহাভারত দেখনি? আমার প্রশ্ন, কোন বিদেশি এজেন্সি তোমাদের পয়সা দিচ্ছে আমাদের দেশে এমন বিকৃত, বিষাক্ত ভাবনাচিন্তা ছড়ানোর জন্য।
You scoundrel, have you not seen peter brooks production of this great epic Mahabharsta in France . I would like to know which foreign agency is paying you to spread this kind of perverse and poisonous thoughts in our country
— Javed Akhtar (@Javedakhtarjadu) March 21, 2018
নানা সূত্রের খবর, মহাভারত সিরিজটি হবে তিন থেকে ৫টি পর্যায়ে, করবেন একাধিক পরিচালক। আমির নিজে ছবিগুলির একটি পরিচালনা করতে পারেন। মহাভারত নিয়ে ছবি করা তাঁর বহুদিনের স্বপ্ন, ১০-১৫ বছর লেগে যেতে পারে বলে আমির নিজেই জানিয়েছিলেন আমির। এও শোনা যায়, কর্ণই তাঁর প্রিয় চরিত্র এবং কর্ণের চেহারার জন্যই তাঁকে ঠিকঠাক ফুটিয়ে তোলার ব্যাপারেও তিনি সংশয়ী।
'থাগস অব হিন্দোস্তান'-এর শ্যুটিং শেষ হলেই 'মহাভারত' নির্মাণে আমির হাত দেবেন বলে খবর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement