Bollywood Update: বড়পর্দায় ফিরছে খুদে 'পু', মুক্তির অপেক্ষায় মালবিকা রাজের নতুন ছবি
নতুন ছবির নাম 'স্কোয়াড'। এই ছবিতে মালবিকাকে বেশ কিছু অ্যাকশন সিনে দেখা যাবে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিখ্যাত অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং ডেনজংপাকে।
মুম্বই: কর্ণ জোহরের অন্যতম জনপ্রিয় ছবি 'কভি খুশি কভি গম'। প্রত্যেক সিনেপ্রেমীর মনে রাহুল-অঞ্জলির প্রেমকাহিনি এখনও গেঁথে আছে। এক ছবিতে একসঙ্গে শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃত্বিক রোশন, করিনা কপূরের মতো তাবড় অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছিল। এমনকী ছবির দুই শিশু শিল্পীকেও মনে রেখেছে দর্শকেরা।
এবার প্রায় ২০ বছর পর বলিউডে পুনরায় পা রাখতে চলেছেন খুদে 'পূজা', মালবিকা রাজ। 'পু' করিনা কপূরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা।
নতুন ছবির নাম 'স্কোয়াড'। এই ছবিতে মালবিকাকে বেশ কিছু অ্যাকশন সিনে দেখা যাবে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিখ্যাত অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং ডেনজংপাকে। উচ্ছ্বসিত মালবিকার কথায়, 'দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে আমি ভীষণ উৎসাহী। একজন ভারতীয় বাচ্চা মেয়েকে নিয়ে তৈরি গল্পটি, যাঁকে আমরা উদ্ধার করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশে ফিরিয়ে আনব।'
View this post on Instagram
নিজের চরিত্র নিয়েও মুখ খোলেন মালবিকা। তিনি জানান, 'আমার চরিত্রটি একজন স্নাইপার শ্যুটারের। আমার চরিত্রটি বেশ তীক্ষ্ণ কিন্তু একইসঙ্গে মজাদারও। নিজের জীবন উপভোগ করতে জানে সে এবং একইসঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলাও করতে পারে সহজে।'
কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? অভিনেত্রী জানান, 'এই ছবির শ্যুটিং করতে খুব ভাল লেগেছে। থ্রিলিং এবং মনোরঞ্জন সবটা একসঙ্গে। বেশ কিছু দুর্দান্ত অথচ চ্যালেঞ্জিং লোকেশনে শ্যুট করেছি।'
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলেশ সহায়। এই ছবিটি প্রথম ভারতীয় ছবি যার শ্যুটিং বেলারুসে হয়েছে। ছবিটি মুক্তি পাবে ১২ নভেম্বর।