এক্সপ্লোর
পেটের স্ট্রেচ মার্ক দেখিয়ে ট্রোলড জারিন খান, পাশে দাঁড়ালেন অনুষ্কা
অনুষ্কা ইনস্টাগ্রামে জারিনের জন্য সমর্থনসূচক একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, জারিন, তুমি সুন্দরী, সাহসী, যেমন আছ এক্কেবারে পারফেক্ট।

মুম্বই: পেটের স্ট্রেচ মার্ক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছিরিরকমের ট্রোলড হয়েছেন জারিন খান। তাঁর সমর্থনে এগিয়ে এলেন অনুষ্কা শর্মা।
রাজস্থানের উদয়পুরে ক্রপ টপ পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জারিন। তাতে পেটের স্ট্রেচ মার্চ স্পষ্ট দেখা যাওয়ায় ট্রোলড হতে হয় তাঁকে। পরে জারিন লেখেন, বেঠিক জিনিসগুলো তিনি ঢাকা দেওয়ার বদলে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন। যারা তাঁর পেটের স্ট্রেচ মার্ক সম্পর্কে জানতে চায়, তাদের অবগতির জন্য তিনি বলছেন, ১৫ কেজি ওজন কমানোর পর একজনের পেট এমনই হয়, বিশেষ করে যখন তা ফটোশপড নয় বা অস্ত্রোপচার করে ঠিক করা নয়।
অনুষ্কা ইনস্টাগ্রামে জারিনের জন্য সমর্থনসূচক একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, জারিন, তুমি সুন্দরী, সাহসী, যেমন আছ এক্কেবারে পারফেক্ট। সঙ্গে হ্যাশট্যাগ, #লুকবিয়ন্ডদ্যবডি।

জারিন আপাতত তাঁর আগামী ছবি হাম ভি অকেলে তুম ভি অকেলে নিয়ে ব্যস্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
