Shah Rukh Khan: ফের বড়পর্দায় DDLJ, দেখানো হবে শাহরুখের আরও ৩ হিট ছবি- কবে, কোথায় ?
Shah Rukh Khan Starrer Film: ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পরপর তিন দিন ধরে চলবে নস্টালজিয়া ফিল্ম ফেস্টিভ্যাল। দেখান হবে শাহরুখের তিন তিনটি হিট ছবি। টিকিট মাত্র ১১২ টাকা।
SRK Starrer Film: আবারও বড়পর্দায় আসতে চলেছে শাহরুখ-কাজলের সেই সুপার-ডুপার হিট ছবি 'ডিডিএলজে' (DDLJ) অর্থাৎ 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'। যশরাজ ফিল্মসের উদ্যোগে এই ছবির সঙ্গে সঙ্গে আরও ২টি হিট ছবি দেখান হবে প্রেক্ষাগৃহে। তিন দিন ধরে চলবে এই 'শাহরুখ-ম্যানিয়া'। যশরাজ ফিল্মসের উদ্যোগে এ এক অভিনব প্রয়াস। আজ ১৯ জানুয়ারি থেকেই সারা দেশের শাহরুখপ্রেমীরা (Shah Rukh Khan) দেখতে পারবেন এই ছবি তিনটি। কোথায়, কোন প্রেক্ষাগৃহে দেখান হবে ?
যশরাজ ফিল্মসের (YRF) পক্ষ থেকে ১৮ জানুয়ারি অর্থাৎ গতকাল সমাজমাধ্যমে জানানো হয় যে আজ ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশের বিভিন্ন পিভিআর (PVR) এবং আইনক্সের (INOX) প্রেক্ষাগৃহে দেখান হবে শাহরুখ খান অভিনীত তিন তিনটি ব্লকবাস্টার হিট ছবি। এর মধ্যে প্রথমেই রয়েছে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', তারপর আরও দুটি ছবির মধ্যে 'দিল তো পাগল হ্যায়' এবং 'চক দে ইন্ডিয়া'। ইনস্টাগ্রামে এ ব্যাপারে পোস্ট করে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, 'আপনার পছন্দের ছবিগুলির ম্যাজিক আরও একবার অনুভব করুন। এর নাম নস্টালজিয়া ফিল্ম ফেস্টিভ্যাল। টিকিটের দাম মাত্র ১১২ টাকা।' মুম্বই, বেঙ্গালুরু, পুনে, সুরাট, কলকাতা, হায়দরাবাদ, কোচি সহ আরও কিছু কিছু শহরের নির্দিষ্ট কিছু পিভিআর এবং আইনক্সে দেখান হবে এই ছবি। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই প্রেক্ষাগৃহের তালিকাও শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। কলকাতার আইনক্স, কোয়েস্ট মল এবং যশোর পিভিআরে দেখা যাবে এই তিনটে ছবি।
শাহরুখ খান (Shah Rukh Khan) এবং কাজল অভিনীত 'ডিডিএলজে' মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। অন্যদিকে এর দুই বছর পরেই মুক্তি পায় 'দিল তো পাগল হ্যায়' (Dil to Pagal Hain) যেখানে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কপূর। 'চক দে ইন্ডিয়া' (Chak De India) ছবিটি এর অনেক পরে মুক্তি পায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিটি আদপে একটি স্পোর্টস-ড্রামা। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি ভালবাসার মরশুমেই প্রথম ২৮ বছর পর বড়পর্দায় ফিরে এসেছিল শাহরুখ খানের হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'। মুম্বই, পুনে, আমদাবাদ, সুরাট, ভদোদরা, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, লখনউ, দেহরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইন্দৌর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রাম এবং আরও বেশ কিছু শহরে মুক্তি পেয়েছিল এই ছবি। মাত্র ২ দিনের মধ্যেই এই ছবি গত বছর প্রায় সাড়ে ২২ লক্ষ টাকার ব্যবসা করেছিল।