Zareer Khan: ক্যাটরিনার সঙ্গে তুলনাই শেষ করে দিল কেরিয়ার? কেমন আছেন জ়ারিন খান?
Zareen Khan: অভিনেত্রী বলেন, 'বীর-এর পরে আমার অদ্ভুত সব অভিজ্ঞতা হয়, প্রত্যেকটাই ভীষণ খারাপ। আমায় ক্যাটরিনার সঙ্গে তুলনা করা হয়েছিল'
![Zareer Khan: ক্যাটরিনার সঙ্গে তুলনাই শেষ করে দিল কেরিয়ার? কেমন আছেন জ়ারিন খান? Zareen Khan shares similarity with Katrina Kaif Entertainment News Bollywood Zareer Khan: ক্যাটরিনার সঙ্গে তুলনাই শেষ করে দিল কেরিয়ার? কেমন আছেন জ়ারিন খান?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/31/a54c5286f142455348b036a61f7c8150172243275265449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর প্রথম ছবির পরে অনেকেই তাঁকে তুলনা করেছিলেন ক্যাটরিনা কইফের (Katrian Kaif)-এর সঙ্গে। কেউ কেউ আবার বলেছিলেন, ক্যাটরিনার বোন নাকি এসেছেন বলিউডে। তবে তাঁর সঙ্গে যে ক্যাটরিনা কইফের আদৌ কোনও যোগ নেই.. সেটা প্রমাণ করতেই তাঁর সময় লেগেছিল অনেকগুলো বছর। প্রথম প্রথম অবশ্য এই তুলনা ভালই লাগত তাঁর। তবে পরে ক্যাটরিনার সঙ্গে এই তুলনাই হয়ে দাঁড়ায় তাঁর কেরিয়ারের কাল!
কথা হচ্ছে জ়ারিন খান (Zareen Khan)-কে নিয়ে। সলমন খানের (Salman Khan) বিপরীতে, 'বীর' (Veer) ছবির হাত ধরেই তাঁর বলিউডে পা রাখা। অসামান্য সুন্দরী জ়ারিন প্রথম ছবিতে নজর কেড়েছিলেন। সেই সময়ে অনেকে মনে করেছিলেন, ক্যাটরিনার সঙ্গে বুঝি তাঁর যোগ রয়েছে। দুজনকেই অনেকটা এর রকম দেখতে। কিন্তু তারপরে, এই তুলনার ফলেই সমস্যা শুরু হয় জ়ারিনের কেরিয়ারে। সদ্য একটি পডকাস্ট শো-এ এই কথা নিজেই জানিয়েছিলেন জ়ারিন।
অভিনেত্রী বলেন, 'বীর-এর পরে আমার অদ্ভুত সব অভিজ্ঞতা হয়, প্রত্যেকটাই ভীষণ খারাপ। আমায় ক্যাটরিনার সঙ্গে তুলনা করা হয়েছিল। আমার ওজন যথেষ্ট বেশি। ক্যাটরিনার কইফের সঙ্গে তুলনা করাটাই যেন আমার জীবনের কাল হল। বলিউড আমার এই বেশি ওজন মনে নেয়নি।' কথাটা সত্যি। ক্যাটরিনা কইফ একের পর এক কাজ পেলেও, কার্যত হারিয়েই যান জ়ারিন খান। অভিনেত্রী বলেন, 'আমার নিজেকে হারিয়ে যাওয়া সন্তান বলেই মনে হত।'
এখানেই শেষ নয়, জ়ারিন আরও জানান, তাঁকে অনেকে অহংকারী বলে মনে করতেন। সেই কারণেও তাঁর কাছে কাজ আসতে সমস্যা হয়। আমি চুপ করে থাকতে পছন্দ করতাম, কিন্তু সেটাকেই অনেকে মনে করতেন আমার অহংকার।'
সদ্য, কলকাতার একটি ঘটনায় জড়িয়ে পরেছিলেন জ়ারিন খান। টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার অভিযোগে জ়ারিন কলকাতার কোর্টে এসে হাজিরাও দিয়েছিলেন।
View this post on Instagram
আরও পড়ুন: Siddharth-Kiara: 'এখানেই সব লেখা রয়েছে..' কিয়ারাকে অভিনব জন্মদিনের শুভেচ্ছা সিদ্ধার্থের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)