Zubeen Garg News: জুবিনের মৃত্যুতে গ্রেফতার হওয়া ডিএসপি, গায়কের তুতো ভাইয়ের ৭ দিনের পুলিশি হেফাজত, করা হবে জিজ্ঞাসাবাদ
Zubeen Garg death case: IANS-কে দেওয়া সাক্ষাৎকারে সিআইডি-র বিশেষ ডিজিপি এমপি গুপ্তা বলেছেন, 'আমরা গায়কের তুতো ভাই সন্দীপন গর্গের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়েছিলাম, চণ্ডীগড়ে'

কলকাতা: জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুরহস্যে নয়া মোড়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ। জানা যাচ্ছে, এই ব্যক্তি অসমের পুলিশ ডিএসপি (DSP)। জানা যাচ্ছে, এই ব্যক্তি নাকি মৃত্যুকালে জুবিনের সঙ্গেই ছিলেন। আজ আদালত সন্দীপন গর্গকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। কামপুর জেলা হাইকোর্ট থেকে আজ এই রায় দেওয়া হয়েছে। এর আগেও, বিশেষ তদন্তকারী সংস্থার তরফ থেকে গায়কের তুতো ভাই সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, ১৯ তারিখ প্রমোদতরীতে যে পার্টি ছিল, সেই পার্টিতে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে সিআইডি-র বিশেষ ডিজিপি এমপি গুপ্তা বলেছেন, 'আমরা গায়কের তুতো ভাই সন্দীপন গর্গের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়েছিলাম, চণ্ডীগড়ে। কিন্তু আদালত মাত্র ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। যেহেতু এই ঘটনার তদন্ত চলছে, ফলে আমরা এর থেকে বেশি আর কিছু বলতে পারব না।' তবে সন্দীপন গর্গের গ্রেফতারি জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড় তো বটেই। পাশাপাশি এমপি গুপ্তা আরও জানিয়েছেন, রূপ কমল কলিতা নামে সিঙ্গাপুর প্রবাসী এক ভারতীয়কে ইতিমধ্যেই এই তদন্তে জিজ্ঞাসাবাদ করা চলছে। রূপ কমল কলিতা ছাড়া, আরও ১০ জনকে নতুন করে সমন পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, এঁরা প্রত্যেকেই জুবিনের সঙ্গে ওই প্রমোদতরীতে উপস্থিত ছিলেন ১৯ সেপ্টেম্বর।
রূপ কমল কলিতা নামে এক ব্যক্তি সদ্যই সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা যাচ্ছে, মঙ্গলবার রূপ কমল কলিতাকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা যাচ্ছে, রূপ কমল কলিতার পাশাপাশি, বাকিরাও ধীরে ধীরে এই তদন্ত সামিল হবেন। তন্ময় ফুকান নামে এক ব্যক্তিই এই পার্টির আয়োজন করেছিলেন বলে জানা যাচ্ছে। তিনি জুবিনের পূর্বপরিচিত। এই প্রমোদতরীর পার্টি আয়োজন করেছিলেন তন্ময় ফুকান। জানা যাচ্ছে, রূপ কমল কলিতাকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে।
এই প্রবাসীদের তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন, অভিমন্যু তালুকদার, দেবজ্যোতি হাজারিকা, সিদ্ধার্থ বোরা, পরীক্ষিত শর্মা, বাজিদ আহমেদ, ভাস্কর দত্ত, প্রীতম ভুয়ান, জি নরজ়ারি ও সুস্মিতা গোস্বামী। এই ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই সিঙ্গাপুরের নামী সংস্থায় কর্মরত। কেউ কেউ আবার সেখানে নিজস্ব ব্যবসা করেন। এঁরা প্রায় প্রত্যেকেই পরিবার নিয়ে সিঙ্গাপুরে থাকেন।






















