Zubeen Garg : ঠিক কীভাবে মারা গেলেন জুবিন? ডেথ সার্টিফিকেটে লেখা ... কী বলছে ময়নাতদন্ত?
Zubeen Garg Death: জুবিনের ডেথ সার্টিফিকেটে উল্লিখিত কারণ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

গায়ক জুবিন গর্গের অকাল মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীতপ্রেমীরা। গায়কের প্রয়াণে থমথমে গোটা অসম। শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া। শুক্রবার 'নর্থ ইস্ট ফেস্টিভ্যালে'গান গাওয়ার কথা ছিল জনপ্রিয় শিল্পীর। তার আগে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে ভর্তি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন দুপুর আড়াইটে নাগাদ প্রয়াত হন জুবিন গর্গ। কিন্তু ঠিক কী কারণে মারা গেলেন জুবিন, তা নিয়ে নানা মহলে চলছে নানা চর্চা। এরই মধ্যে জুবিনের ডেথ সার্টিফিকেটে উল্লিখিত কারণ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গায়ক জুবিন গর্গের মৃত্যুর শংসাপত্র পাওয়ার পর তার মৃত্যুর বিষয়ে আরও তদন্তের আশ্বাস দিয়েছেন। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে "ডুবে যাওয়া" ।সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন সিঙ্গাপুরের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সিঙ্গাপুর হাই কমিশন জুবিন গর্গের একটি ডেথ সার্টিফিকেট পাঠিয়েছে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে "ডুবে যাওয়া"র কথা উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন প্রয়াত শিল্পীর দেহের ময়নাতদন্তের রিপোর্ট পেতে সিঙ্গাপুর হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বশর্মা বলেছেন, ডেথ সার্টিফিকেট কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আলাদা, এবং ডেথ সার্টিফিকেট আলাদা। তিনি জানান, সব নথিপত্র সিআইডিতে পাঠানো হবে। সঙ্গীতশিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর, সকাল ৮ টায়। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কামারকুচিতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি জানান, জুবিন গর্গের শেষযাত্রা যাতে সুষ্ঠু ভাবে হয়, তা নিয়ে বারবার খোঁজ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে।
রবিবারও জুবিন গর্গকে শেষ শ্রদ্ধা জানাতে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে হাজার হাজার ভক্ত একত্রিত হন। অশোকা-র 'রওশনি সি', কাঁটে-র মাহি বে, এক হাসিনা থি, গ্যাংস্টারের ইয়া আলি-র মত বহু গানে জুবিনের গায়কী চিরদিন মনে রয়ে যাবে সঙ্গীত প্রেমীদের। ইন্ডিয়ান পপ, লোকগীতি, হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল, সুফি, রক, ব্লুজ থেকে বিভিন্ন ভারতীয় ভাষার সিনেমার গানে জুবিন তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সুরকার হিসেবেও নিজের আলাদা পরিচিতি গড়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে কার্যত শোকে মুহ্যমান অসম। শোকার্ত গোটা সঙ্গীত জগৎ।






















