Fact Check: সি ভোটারের ওপিনিয়ন পোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর! গুজবে নজর দেবেন না, আসল কী? জেনে নিন এখানে
ABP C Voter Opinion Poll:সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি সেই অনুষ্ঠানের স্ক্রিনশট বিকৃত করে এবং বিকৃত তথ্য দিয়ে পরিবেশন করছেন। এবিপি আনন্দে সম্প্রচারিত তথ্যের সঙ্গে সেই তথ্যের বিন্দুমাত্র কোনও মিল নেই।
কলকাতা: এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে। তার খোঁজে সমীক্ষা চালিয়েছিল C Voter. এবিপি আনন্দ সি ভোটারের (ABP C Voter) সেই সমীক্ষায় আসন ধরে ধরে সম্ভাব্য জয়ের একটি তালিকা করা হয়েছে। ২১টি আসন করে ২ দিন সেই অনুষ্ঠান এবিপি আনন্দ চ্যানেল এবং এবিপি আনন্দ ডিজিটাল সব প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে। সেই সম্প্রসারণের যাবতীয় রেকর্ড এবিপি আনন্দের কাছে রয়েছে। দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি সেই অনুষ্ঠানের স্ক্রিনশট বিকৃত করে এবং বিকৃত তথ্য দিয়ে পরিবেশন করছেন। এবিপি আনন্দে সম্প্রচারিত তথ্যের সঙ্গে সেই তথ্যের বিন্দুমাত্র কোনও মিল নেই।
বিকৃত পোস্ট (Fake Post)
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা যাচ্ছে Putu Bhai নামে এক ব্যক্তি ওই অনুষ্ঠানে স্ক্রিনশট বিকৃত করে বিকৃত তথ্য় দিয়ে পোস্ট করেছেন। সেখানে- দেখা যাচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া। ওই ব্য়ক্তি এই পোস্টটিতে একাদিক লোককে ট্যাগ করেছেন। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের নামকরা নেতাও। পোস্টটি একাধিকবার শেয়ার হয়েছে, বহু লোক কমেন্টও করেছেন। রইল তার স্ক্রিনশট এবং ফেসবুক পোস্টের লিঙ্ক।
সমীক্ষায় আসলে কী রয়েছে?
এবিপি আনন্দ চ্যানেল এবং এবিপি আনন্দ ডিজিটালের সব প্ল্যাটফর্মে যে অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। তাতে সম্প্রচারিত হয়েছে সমীক্ষায় উঠে এসেছে যে কোচবিহার লোকসভা আসনে মাত্র ৩ শতাংশ ভোট স্যুইং হলে ফলাফল অন্য়রকম হতে পারে। ফলে কোচবিহারের ভোটে এবার জোর টক্কর। যদি স্যুইং না হয় - তাহলে ৫ এপ্রিল পর্যন্ত যা সমীক্ষায় উঠে এসেছে তাতে কোচবিহার লোকসভা আসনে সম্ভাব্য় জয়ী বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। রইল তার স্ক্রিনশট এবং ইউটিউবের লিঙ্ক।
আমাদের বার্তা:
এবিপি আনন্দের সব দর্শক ও পাঠকদের প্রতি আমাদের বার্তা। আমরা সবসময় তথ্যনিষ্ঠ এবং যুক্তিনির্ভর সংবাদ পরিবেশন করে থাকি। তথ্যনির্ভর সি ভোটার সমীক্ষাও সেইভাবে তুলে ধরা হয়েছে। ফেসবুক পোস্টে যে বিকৃত তথ্য় পরিবেশন করা হচ্ছে তার সঙ্গে এবিপি আনন্দের সমীক্ষার তথ্যের কোনও মিল নেই। পাঠক এবং দর্শকদের প্রতি আমাদের অনুরোধ এবিপি সি ভোটারের সমীক্ষা আপনারা নীচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?