Fact Check: কঙ্গনাকে চড় মারা কুলবিন্দর কৌরের সঙ্গে ছবি গান্ধী পরিবারের ? সত্যিটা কী ?
Divya Maderna: NewsMeter অনুসন্ধানে দেখেছে, এই দাবিটি মিথ্যা। কারণ, ছবিতে যে মহিলাটিকে দেখা গেছে তিনি কংগ্রেস নেত্রী দিব্যা মাদেরনা।
নয়াদিল্লি : বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চণ্ডীগড়ের বিমানবন্দরে কুলবিন্দর কৌর নামে এক CISF কনস্টেবলের চড় মারার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি শোরগোল পড়ে যায় দেশজুড়ে। কৃষক আন্দোলনে যেসব পাঞ্জাবি মহিলা যোগ দিয়েছিলেন তাঁদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গে এক মহিলাকে দেখা গেছে। ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে, গান্ধী পরিবারের সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি কুলবিন্দর কৌর।
এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী এই ছবিটি শেয়ার করে লিখেছেন, তাঁদের নাম বলুন এবং সুখ্যাতি করুন। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা বঢ়রা সঙ্গে দাঁড়িয়ে থাকা মহিলাকে চিনে নিন। তিনি সেই গুরবিন্দর কৌর (যদিও কুলবিন্দর কৌর) যিনি কঙ্গনা রানাওয়াতকে আক্রমণ করেছিলেন। কংগ্রেসের পুরো বাস্তুতন্ত্র ভারত-বিরোধী ও হিংস্র কার্যকলাপে জড়িত। তাতেও কারও কারও মনে প্রশ্ন রয়েছে।
কিন্তু, NewsMeter অনুসন্ধানে দেখেছে, এই দাবিটি মিথ্যা। কারণ, ছবিতে যে মহিলাটিকে দেখা গেছে তিনি কংগ্রেস নেত্রী দিব্যা মাদেরনা।
গত ১৪ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর শেয়ার করেছিলেন মাদেরনা। ভাইরাল হওয়া ছবিটি-সহ তিনটি ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, রাজস্থান থেকে রাজ্যসভার জন্য সনিয়া গান্ধী মনোনয়ন জমা দেওয়ার সময় এই ছবিগুলি নেওয়া হয়েছে।
आज राजस्थान विधानसभा में प्रधानमंत्री पद का त्याग करने वाली परम आदरणीय श्रीमती सोनिया गांधी जी को राजस्थान से कांग्रेस पार्टी का राज्यसभा उम्मीदवार के नामांकन पत्र दाखिल करने पर हार्दिक अभिनंदन।
— Divya Mahipal Maderna (@DivyaMaderna) February 14, 2024
साथ में पधारे श्री @RahulGandhi जी एवं श्रीमती @priyankagandhi जी का भी स्वागत किया ।… pic.twitter.com/wA3UwNSixu
এছাড়া একই দিনে ছবিটি ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন মাদেরনা।
View this post on Instagram
কে এই দিব্যা মাদেরনা ?
তিনি কংগ্রেস দলের একজন সদস্য। ২০১৮ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনে তিনি ওসিয়ান কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, ২০২৩ সালের ভোটে তিনি হেরে যান। তিনি প্রভাবশালী জাঠ নেতা পরশরাম মাদেরনার নাতনি। মহীপাল মাদেরনার মেয়ে। প্রসঙ্গত, মহীপাল রাজস্থান সরকারের একজন প্রাক্তন মন্ত্রী।
কাজেই এই উপসংহারে পৌঁছনো যাচ্ছে যে, ভাইরাল ছবিতে গান্ধী পরিবারের সঙ্গে দিব্যা মাদেরনাকে দেখা গেছে। তিনি কুলবিন্দর কৌর বলে যে দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে NewsMeter এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Fact Check : This photo doesn't show Gandhi family posing with Kulwinder Kaur who slapped Kangana Ranaut) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।