Fact Check: হোয়াটসঅ্যাপে চলবে নজরদারি, সরকার বিরোধী মেসেজ পাঠালেই শাস্তি ! নয়া নীতি জারি করছে কেন্দ্র ? সত্যতা জানাল PIB
WhatsApp Guidelines Fact Check: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছিল যে কেন্দ্র সরকার ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বার্তাগুলিকেও পর্যবেক্ষণ করবে।

WhatsApp Guidelines Fact Check: সম্প্রতি সমাজমাধ্যমে একটি বার্তা খুবই ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত সরকার হোয়াটসঅ্যাপে এবার থেকে নজরদারি চালাবে। কেন্দ্র সরকারের (WhatsApp Monitoring Guidelnes) তরফে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ মনিটরিং গাইডলাইন। তবে এই বার্তা যে সম্পূর্ণ ভুয়ো তা জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি ফ্যাক্ট চেক ডেস্কের (Fact Check) পক্ষ থেকে এই দাবিকে ভুয়ো এবং মিথ্যা বলে খারিজ করে দেওয়া হয়েছে।
কী দাবি করা হচ্ছিল
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছিল যে কেন্দ্র সরকার ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বার্তাগুলিকেও পর্যবেক্ষণ করবে। আর এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ কলের জন্য এই নতুন কমিউনিকেশন গাইডলাইন আনছে কেন্দ্র। এই ভাইরাল বার্তায় বলা হয়েছে এবার থেকে সরকার সমস্ত হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবে, সমস্ত রেকর্ডিং সঞ্চয় করে রাখা থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে নজরদারি চালানো হবে। আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় মন্ত্রকের হাতে। একইসঙ্গে এই বার্তায় বলা হয় যে ভুল করেও সরকারবিরোধী কোনও মেসেজ বা ভিডিয়ো কাউকে পাঠানো যাবে না। কোনও রাজনৈতিক বা ধর্মীয় ব্যাপারে খারাপ মন্তব্য করলে তা অপরাধ বলে গণ্য করা হবে। এমনকী এই কাজ করলে পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনাকে পুলিশ গ্রেফতারও করতে পারে।
কী জানাল PIB
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে যে এই বার্তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। কেন্দ্র সরকার এই ধরনের কোনও গাইডলাইন প্রকাশ করেনি। অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই পোস্ট করে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই ধরনের মিথ্যা গুজব ভ্রান্ত তথ্যে প্রতারিত হবেন না, তথ্য যাচাই করে তবে বিশ্বাস করার আর্জি জানানো হয়েছে সমস্ত মানুষকে।
Heads up! Have you also come across a message claiming the Indian government has rolled out new WhatsApp monitoring guidelines? 👀#PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) August 2, 2025
🚨 That information is FALSE! 🚨
📣 The Government of India has NOT released any such guidelines.
Stay informed and don't fall for… pic.twitter.com/Gkax1dmi7k
কীভাবে বুঝবেন কোনও তথ্য সত্য কিনা
প্রথমত সেই তথ্যের উৎস খুঁজে বের করতে হবে, সেই উৎসটি বৈধ বিশ্বাসযোগ্য হতে হবে। অন্য উৎস থেকে একই তথ্য যাচাই করে নিতে হবে। তথ্য সত্য কিনা তা প্রমাণ সাপেক্ষে যাচাই করে নেওয়া জরুরি। সময় ও প্রসঙ্গও এই মর্মে বিশ্লেষণ করে দেখা জরুরি। কোনও তথ্য পাওয়া মাত্রই তা যাচাই না করে শেয়ার করবেন না।























