Fact Check: ভারত নিয়ে বিবিসির exit poll? পুরনো ভিডিও নিয়ে বিভ্রান্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়
Lok Sabha Election 2024: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়েছে এই ভিডিওতে ভারতের সম্ভাব্য ভোটের ফল বলেছে বিবিসি। তথ্যটি সত্য নয় এবং বিভ্রান্তিকর।
কলকাতা: বিবিসি ব্রডকাস্টের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে, সেখানে দাবি করা হচ্ছে যে ব্রিটিশ ব্রডকাস্টের এক অ্যাঙ্কর ভবিষ্যদ্বাণী করেছে যে বিজেপি এবং তার শরিকরা ভারতের সাধারণ নির্বাচনে ৩৪৭টি আসন জিতবে। অন্যদিকে কংগ্রেস এবং তাদের শরিকরা জিতবে ৮৭টি আসনে।
ভিডিওটিতে অ্যাঙ্কর বলছেন, "কয়েক মিনিট আগে পর্যন্ত বিজেপি-জোট অনেকটা এগিয়ে আছে। ৩৪৭টি আসন স্পষ্টই সংখ্যাগরিষ্ঠতা। জাতীয় কংগ্রেস ও তাদের জোট শরিকরা এবং তার মিত্ররা ৮৭টি আসনে পিছিয়ে রয়েছে।" ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে যে এটি বিবিসির এক্সিট পোল।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ ধাপের ভোট ১ জুন অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ফলঘোষণা করা হবে। X-হ্যান্ডেলে এরকম একটি পোস্ট ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে- যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, 'এখন বিবিসিও মোদীর জন্য ৩৪৭ আসনের ভবিষ্যদ্বাণী করেছে। তাদের অন্তত 4 জুন পর্যন্ত মজা নেওয়া উচিত ছিল।'
ভিডিওটিতে লেখা আছে 'বিবিসি তোমার ধ্বংস হোক, আমরা রাহুলকে তোমার মতো বুটলিকারদের স্বপ্নেও প্রধানমন্ত্রী হতে দেব না। তাদের অন্তত ৪ জুন পর্যন্ত উপভোগ করতে দেওয়া উচিত ছিল'।
এই ধরনের পোস্টের আর্কাইভগুলি এখানে , এখানে , এখানে এবং এখানে দেখা যেতে পারে
আমরা দেখতে পেয়েছি যে এই ক্লিপটি পুরনো। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের খবর সংক্রান্ত।
সত্যিটা কি?
Google সার্চ ব্যবহার করে, আমরা বিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ (এখানে আর্কাইভ) পেয়েছি, যা ২৩মে, ২০১৯ সালে প্রচার হয়েছিল, যার শিরোনাম ছিল "ভারত নির্বাচনের ফলাফল ২০১৯: নরেন্দ্র মোদির ল্যান্ডস্লাইড জয় - বিবিসি নিউজ"। ভাইরাল ক্লিপটি এই ভিডিওতে টাইমস্ট্যাম্প ০:০৩ এ দেখা যাবে।
ভিডিওতে উপস্থাপক লোকসভা নির্বাচনের লাইভ ফলাফল ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে, তিনি বলেছেন বিজেপি এবং মিত্ররা ৩৪৭টি আসন জিতেছে এবং কংগ্রেস-জোট ৮৭টি আসন জিতেছে।
২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৫৩টি আসন জিতেছিল। বিজেপির দখলে ছিল ৩০৩টি আসন। কংগ্রেসের নেতৃত্বে UPA ৯১টি আসন জিতেছিল। কংগ্রেসের দখলে গিয়েছিল ৫২টি আসন। এটি স্পষ্ট করে যে ভিডিওটি ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করেছে। এটি কোনও ভাবেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের এক্সিট পোল নয়। নির্বাচন কমিশন ভোটগ্রহণ চলাকালীন ১৯ এপ্রিল, ২০১৪ থেকে ১ জুন, ২০২৪-এর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ নিষিদ্ধ করেছে।
বিভ্রান্তিমূলক তথ্য:
ভিডিও নিয়ে এই দাবি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে। বিবিসি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করে ভিডিওটি শেয়ার করেছে। এটি বর্তমান নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। বিবিসি ব্রডকাস্ট এই ধরনের কোনও ভবিষ্যদ্বাণী করেনি।
শক্তি কালেক্টিভের অংশ হিসেবে logically facts-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC CDS 2024 Recruitment: সরকারি চাকরির সুযোগ! UPSC CDS-এ আবেদন করতে পারবেন আপনি?