Fact Check: বিজেপির মুখপাত্র পদে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর? ভাইরাল পোস্ট ঘিরে তুমুল তরজা! আসল সত্যিটা কী?
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির লেটারহেডের একটি স্ক্রিনশট রয়েছে যাতে লেখা রয়েছে যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা আপাতত প্রশান্ত কিশোরকে জাতীয় মুখপাত্রের পদে নিয়োগ করছেন।
দেশজুড়ে প্রায় শেষলগ্নে লোকসভা নির্বাচন। আর বাকি দু'দফা। এরই মধ্যে একটি সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে মুখপাত্র হিসেবে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর। বিজেপিই পিকে-কে তাঁদের দলের মুখপাত্র হিসেবে নিয়োগ করছেন, এমন পোস্টই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির লেটারহেডের একটি স্ক্রিনশট রয়েছে যাতে লেখা রয়েছে যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা আপাতত প্রশান্ত কিশোরকে জাতীয় মুখপাত্রের পদে নিয়োগ করছেন।
এক্স সোশাল মিডিয়ায় এই নোটিশটি পোস্ট শেয়ার করে লেখা হয়েছে, বিজেপির হয়ে কাজ করতে চলা প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানান হচ্ছে। তিনি বিহারে প্রথম পরিবর্তন চেয়েছিলেন কিন্তু তিনি নিজেই এখন বদলে গিয়েছেন। যেখান থেকে শুরু করেছিলেন সেই জায়গায় পৌঁছেছেন এখন। আর্কাইভ সংস্করণটি দেখতে পাওয়া যাবে এখানে।
চিঠিটি ফেসবুক এবং এক্স- এ শেয়ার করা হয়েছে। অনেক ইউজারই শেয়ার করেছে এই ভিডিওটি।
আজ তক ফ্যাক্ট এই চেক করে দেখেছে, এই চিঠিটি ভুয়ো এবং জাল। আজ তকের এই ফ্যাক্ট চেক-এর বিষয়টি নিশ্চিত করেছেন প্রশান্ত কিশোর। জন সুরজ পার্টির তরফে এই চিঠিকে জাল বলা হয়েছে।
জন সুরাজ পার্টির এক্স হ্যান্ডেলে একটি টুইটের মাধ্যমে কংগ্রেস নেতা জয়রাম রমেশের বিরুদ্ধে এই ভুয়ো চিঠিটি শেয়ার করার অভিযোগ উঠেছে।
সেই ট্যুইটে একটি হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে জয়রাম রমেশ এই চিঠিটি কারওকে পাঠিয়েছেন। তবে ওই পোস্টের স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত করা যায়নি।
চিঠিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষর দেখা যায়। আজ তকের তরফে অরুণ সিংয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি জানান যে, এই চিঠিটি ভুয়ো।
লোকসভা নির্বাচনের মধ্যে প্রশান্ত কিশোর বিজেপিতে যোগ দিয়েছেন বলে মিথ্যা দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন যে ২০১৯ সালের তুলনায় লোকসভা নির্বাচনে এনডিএ দুর্বল হবে না। তিনি আরও বলেন, খারাপ ফলাফল হলে রাহুল গান্ধীর রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভাবা উচিত।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে (আজতক) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে