Fact Check: লোকসভায় ভোট কিনতে টাকা দিচ্ছে বিজেপি ! জানুন আসল সত্যি
Fact Check: সম্প্রতি পুরনো একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেথানে বিজেপি প্রার্থীক ছবি সম্বলিত খামে করে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৭ সালে ঘটনা ওই ঘটনাটিকে লোকসভা ভোটের বলে চালানোর চেষ্টা হচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) ভোট দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেছেন অনেকে। দ্য ক্যুইন্ট (thequint) তরফে বিষয়টি খতিয়ে দেখা হয় যে ভিডিওটি কমপক্ষে ২০২৩ সালের নভেম্বর মাসের এবং এর সঙ্গে লোকসভা নির্বাচন ২০২৪ সালের কোনও যোগাযোগ নেই।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা ভারতীয় জনতা পার্টির প্রতীক লাগানো একটি খান থেকে কিছু টাকা বের করছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যবহারকীরা দাবি করতে থাকেন এই ঘটনাটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্ক যুক্ত।
An archive of the post can be viewed here. (Source: X/Screenshot)
ভাইরাল হওয়া ওই পোস্টে কী লেখা হয়েছে?
একজন টুইটারাট্টি নিজের এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ভোটের জন্য টাকা দেওয়া শুধুমাত্র বিজেপির জন্য অনুমোদিত। পোস্টে নির্বাচন কমিশনকে ট্যাগ করে এই বিষয়টি বেআইনি হলেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার দাবি জানিয়েছেন তিনি। এই ধরনের একই রকমের পোস্ট আপনি দেখতে পাবেন এখানে, এখানে ও এখানে।
এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে তখন ভাইরাল ভিডিও-র ওই পোস্টটি ৮৭ হাজার বার দেখা হয়েছে। আর সেখানে বিজেপির টাকা বিলির ঘটনাটি পোস্ট হতেই এই ধরনের অনেক দাবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এই দাবি কি সত্যি?
এর উত্তর হল না। কারণ ভিডিওটি অনলাইনে ২০১৭ সাল থেকে রয়েছে আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও যোগাযোগই নেই।
কীভাবে এই ভিডিও-র সত্যতা যাচাই করলাম আমরা?
প্রথমে আমরা ওই ভিডিওতে থাকা থাম্বলেনের ইমেজটি নিয়ে ইন্টারনেটে গুগল লেন্সের সাহায্যে সার্চ করে দেখি। তাতে দেখতে পাই আগেই এই একই ধরনের ভিডিও অনেক আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্ট করা হয়েছে।
২০১৭ সালে ১৭ নভেম্বর ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছিল এবং তাতে ক্যাপশন ছিল, বিগ ব্রেকিং: বিজের প্রার্থী সুদেশ রাইয়ের সঙ্গীরা সেহোরের ১৩ নম্বর ওয়ার্ডে রাত্রি বেলা ভোটারদের মধ্যে খামে করে টাকা বিলি করছে। আসলে বিজেপি কেনা ও বেচার বাইরে আর কিছুই চিন্তা করতে পারে না।
জি নিউজের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সেহোরের কালেক্টর প্রভীন সিং ভিডিওটি দেখার পরেই তদন্ত শুরু করেছিলেন। তাতে তিনি জানতে পেরেছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী ছবি দেওয়া খামে করে টাকা লেনদের করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য রাই নামের ওই বিজেপি নেতা যিনি খামে করে টাকা বিলি করছিলেন তিনি ২০২৩ সালে সেহোর বিধানসভা কেন্দ্র থেকে ২০২৩ সালে হওয়া মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন এবং জিতেও ছিলেন।
BIG BREAKING
— Ashish Singh (@AshishSinghKiJi) November 16, 2023
Madhya Pradesh
People of BJP candidate Sudesh Rai are distributing money at night, Ward 13 Sehore.
BJP cannot think beyond buying and selling.
Retweet Video Please 🙏 pic.twitter.com/2B27pKwZtp
The report was published on 17 November 2023.
(Source: Zee News/Screenshot)
দ্য ক্যুইন্টের তরফে জানান হয়, তারা ব্যক্তিগতভাবে ভিডিওটি যে স্থানে তোলা হয়েছে ও ভিডিওটির বিষয়বস্তু খতিয়ে দেখেনি। তবে এটা পরিষ্কার বোঝা গেছে যে ভিডিওটি পুরনো এব ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও মিল নেই।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Fact Check: 'বিজেপি ক্ষমতায় এলে SC/ST/OBC সংরক্ষণ বাতিল', শাহের ভাইরাল ক্লিপে কি সত্যি উঠে এল ?