ABP India at 2047 Summit : 'টাকা আপনার বেঁচেছে, গাল খেয়েছে মোদি..' ! বললেন প্রধানমন্ত্রী
PM Modi On ABP India at 2047 Summit : কী পেয়েছে দেশবাসী ? আর কী পাবে ? ABP Network India at 2047-এর সম্মেলনে এসে গুরুত্বপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সদ্য গতবছর গিয়েছে লোকসভা ভোট। কী পেয়েছে দেশবাসী ? আর কী পাবে ? আগের সরকারের সঙ্গে তুলনায়, বর্তমান সরকারের ব্যাপ্তি তুলে ধরলেন প্রধানমন্ত্রী। কটাক্ষ করলেন, কিন্তু মিষ্টতা বজায় রেখেই। ABP Network India at 2047-এর সম্মেলনে এসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। তার মধ্যে অন্যতম যেটা বললেন প্রধানমন্ত্রী, 'টাকা আপনার বেঁচেছে, গাল খেয়েছে মোদি' !
দেশের গরীব মানুষের কাছে টাকা পুরোটা পৌঁছায়নি আগের সরকারের সময়..
এদিন মোদি বলেন, 'দশকের পর দশক দেশ উল্টো পথে এগিয়েছে। আগে কোনও সিদ্ধান্তের আগে ভাবা হত বিশ্ব কী ভাববে। আমাদের সরকার একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগে একাধিক বড় সংস্কার আটকে ছিল।' প্রধানমন্ত্রী নাম না করেই বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আগের সরকার সিদ্ধান্ত নিতে ভূল করেছিল। কেন্দ্রের পাঠানো ১ টাকা কোনওদিন দেশের গরীব মানুষের কাছে পুরোটা পৌঁছায়নি আগের সরকারের সময়। ১ টাকার ৮৫ ভাগ পয়সাই মাঝপথে লুঠ হয়ে গিয়েছে। কিন্তু বছরের পর বছর এর কোনও সমাধান মেলেনি। কারণ সরকার বদলায়নি বলে ! কিন্তু সেই লিকেজে শেষ অবধি যবনিকা পড়েছে। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তা সম্ভব হয়েছে। উন্নত হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে।
'টাকা আপনার বেঁচেছে, গাল খেয়েছে মোদি..'
মোদির কথায়,' ব্যাঙ্কগুলি সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের ব্যাঙ্কিং সিস্টেম বিশ্বের মধ্যে অন্যতম মজবুত ব্যাঙ্কিং সেক্টরে অনেক রিফর্ম করেছে আমাদের সরকার।' প্রধানমন্ত্রী বলেন, 'গরিবের পুরো টাকা গরিবের কাছে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। এজন্য আমরা Direct Benefit Transfer এর ব্যবস্থা করেছি। তারপরেই সরকারি স্কিমে লিকেজ থেমে গিয়েছে। ১০ কোটি ভুয়ো নাম হঠিয়ে গরিবের হকের টাকা গরিবের কাছে পৌঁছে দিয়েছে। এর মানে আমরা আপনাদের টাকা বাঁচিয়েছি। কিন্তু এটা কি মোদি খেয়ে নিয়েছে? আমি জনগণের টাকা বাঁচিয়েছি। গরিব মানুষ যাতে সংরক্ষণ পায়, দশকের পর দশকের অপেক্ষার পরে, আমরাই কার্যকর করেছি।'
২০৪৭-এ ভারত (India At 2047) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে






















