এক্সপ্লোর
India at 2047: পুরস্কারমূল্য নিয়ে গাওস্করের খোঁচা থেকে রোহিত, বিরাটের সঙ্গে দ্বন্দ্বের জল্পনা নিয়ে India@2047 সম্মেলনে অকপট গম্ভীর
Gautam Gambhir: এবিপি নেটওয়ার্কের India@2047 সম্মেলনে একাধিক বিষয়ে অকপট, সোজাসাপ্টা জবাব দিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর।
India at 2047 সম্মেলনে বিস্ফোরক ভারতীয় কোচ গৌতম গম্ভীর (ছবি: নিজস্ব)
1/10

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের মতো পুরস্কারমূল্য ফেরত না দেওয়ায় খোঁচা দিয়েছিলেন সুনীল গাওস্কর। নাম না করে তাঁকে বিঁধলেন গম্ভীর।
2/10

ABP Network India at 2047-এর সম্মেলনে গম্ভীর বলেন, 'দেশবাসীকে আমি এই টাকা নিয়ে কী করেছি, তা বলার দরকার নেই। কিন্তু দেশবাসীর এটা জানার দরকার যারা এমন বলছে, তাঁরা দেশে কাজ করে, টাকা কামিয়ে বাইরে নিয়ে যায়। কত বছর ধরে এনআরআই হয়ে বসে আছেন। কর বাঁচানোর জন্য আমি এনআরআই হবে।'
3/10

এখানেই শেষ নয়, ভারতীয় দলের লাল বলের ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্সের পরে গম্ভীরের কোচিং নিয়েও প্রশ্ন তুলেছিলেন কিংবদন্তি। তাঁর জবাবে গম্ভীর বলেন, 'হারের পর সমালোচনায় আমার কোনও সমস্যা নেই আগেই বলেছি। লোকজনের কাজ সমালোচনা করা এবং সে করতেই পারেন তাঁরা। কিন্তু কেউ কেউ ২০-২৫ বছর ধরে ধারাভাষ্য দেওয়ার বক্সে বসে আমার প্রতিটা বিষয়ে প্রশ্ন তুলেছেন। ওঁরা ভাবেন যে ভারতীয় ক্রিকেট ওঁদের জমিদারি। কিন্তু ভারতীয় ক্রিকেটটা কারুর জমিদারি নয়, ১৪০ কোটি ভারতবাসীর গর্ব এটা এবং এটা এমনই থাকবে।'
4/10

তিনি আরও যোগ করেন, 'আমি সমালোচকদের জবাব দেওয়ার জন্য কিন্তু কোচ হয়নি। আমি কোচ হয়েছি ওই ১০ বছরের ছেলেটার জন্য যে রোদের মধ্যে ছয়, সাত ঘণ্টা বসে ম্যাচ দেখতে আসে। ও যদি খুশি খুশি বাড়ি ফেরে তাহলে সেটা আমার সাফল্য। কমেন্ট্র বক্সে কে কী বলল, মিডিয়া কী বলল, সেটা নিয়ে ভাবা আমার কাজ নয়। ওদের ভুল প্রমাণ করার কোনও দায় নেই আমার। আমার কাজ সকলের মুখে হাসি ফোটানো।'
5/10

লাল বলের ক্রিকেটে পরপর হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কের অবনতির কথাও শোনা গিয়েছিল। কিন্তু সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দেন গৌতি।
6/10

গোটা বিষয়টাই টিআরপি বাড়ানোর কারসাজি বলে দাবি করে গম্ভীর বলেন, 'এইসব গুজব সোশ্যাল মিডিয়া এবং কিছু তথাকথিত প্রাক্তনী নিজেদের ইউটিউব চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য বলেছেন। দুই মাস আগেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, তারপরেও এইসব প্রশ্ন উঠছে, আমরা যদি না জিততাম, তাহলে যে কী হত।'
7/10

কোহলির সঙ্গে মাঠেই একাধিকবার ঝামেলায় জড়ালেও, সেটা নিয়ে গম্ভীরের মনে কোনও ক্ষোভ নেই, বরং কোহলি তাঁর অত্যন্ত ভাল বন্ধু বলে জানান গৌতি। পাশাপাশি মাঠের জিনিস মাঠেই থাকা উচিত বলে মত তাঁর।
8/10

'আমরা বন্ধু ছিলাম , আছি এবং থাকব। মাঠের মধ্যে ঝামেলা তো হতেই পারে, দুই পক্ষের খেলোয়াড়দেরই তাদের দলের হয়ে লড়াই করার পূর্ণ অধিকা আছে। তবে মাঠের বাইরে কার সঙ্গে কার, কী সম্পর্ক, তা তো বাইরের লোকেরা জানেন না এবং ভবিষ্যতেও জানবেন না, কারণ সকলে তো কেবল নিজের টিআরপি নিয়েই ব্যস্ত।' বলেন তিনি।
9/10

বর্তমান আবহে যে পড়শি দেশ পাকিস্তানের সঙ্গেও কোনওরকম ম্যাচ খেলতে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী নন, সেই বিষয়টাও স্পষ্ট করেন তিনি।
10/10

তিনি বলেন, 'তবে আমি আগেও বলেছি যে কোনও ক্রিকেট ম্যাচ, বলিউডের সিনেমা বা যা এ ধরনের কিছু হোক, কোনটাই আমাদের দেশবাসী, আমাদের জওয়ানদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ হবে, সিনেমা তৈরি হবে, গায়করাও গান গাইতে থাকবেন, কিন্তু যার যায় কষ্টটা তো সেই বোঝে। সেই কষ্টের আগে বাকি সব ফিকে হয়ে যায়। তাই আমার ব্যক্তিগত মতে, এই সব (সন্ত্রাসবাদ) না থামলে ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত নয়।' ছবি- নিজস্ব, পিটিআই।
Published at : 08 May 2025 09:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























