দ্বিতীয় অভিযোগ দায়ারের পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, তাঁরা সেই মহিলার সঙ্গে খুব শীঘ্রই কথা বলবেন, যাঁকে যৌন হেনস্থার করার অভিযোগে অভিযুক্ত পতিদার নেতা হার্দিক পটেল
2/9
এমনকি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশকে স্বতঃপ্রনোদিত হয়ে এফআইআর দায়ারের নির্দেশও দেন ওই আইনজীবী।
3/9
গুলাটিই গত ২২ নভেম্বর কমিশনকে এই ঘটনার তদন্ত করে দেখার আর্জি জানান
4/9
দুই মহিলার সঙ্গে কথা বলা ছাড়াও, দিল্লির সেই আইনজীবীর সঙ্গেও কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা, যিনিই প্রথম সেক্স ভিডিওর বিষয়টি প্রকাশ্যে আনেন।
5/9
তাই তিনি গোপন জবানবন্দি দিতে চেয়েছেন।
6/9
এরপরই ওই মহিলা ভয় পাচ্ছেন, সমাজ তাঁকে এই সত্য জানার পর বয়কট করবে।
7/9
এমনকি এক নির্যাতিতার নাম এবং ফোন নম্বরও ভাইরাল হয়ে গিয়েছে।
8/9
আজ রাতে মেয়েটির সঙ্গে সুরাতে দেখা করবেন কমিশনের প্রতিনিধিরা। যদিও কমিশনে যিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর ওপর হেনস্থা হয়নি। হেনস্থা হয়েছে অপর মহিলার ওপর। তাঁর সঙ্গেই দেখা করবেন প্রতিনিধিরা। এমনকি কমিশনের কাছে অভিযোগে একথাও বলা আছে, মেয়েটি প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। তিনি গোপনে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিতে চেয়েছেন। জানা গিয়েছে, চিঠিতে একটি সেক্স ভিডিওর কথা উল্লেখ করা রয়েছে। সম্প্রতি হার্দিক পটেলের সেই ভিডিওটিই ভাইরাল হয়ে গিয়েছে।
9/9
ভিডিও সম্পর্কে কমিশনের প্রতিনিধিদের দাবি, সিডিতে যে দুজন মহিলাকে দেখা যাচ্ছে তাঁদের দুজনকেই খুব সম্ভবত কোনও পোস্ট এবং পয়সা দেওয়ার নাম করে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার ঘটনা ঘটেছে।