LIVE UPDATE: সম্মতি সুপ্রিম কোর্টের, কাশ্মীরে পুলিশের ঘেরাটোপে অসুস্থ পার্টিনেতার কাছে তিন ঘন্টা ইয়েচুরি
LIVE
Background
নয়াদিল্লি: শীর্ষ আদালতের সবুজ সংকেত পাওয়ার পর জম্মু কাশ্মীরের বিমানে চড়লেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলীয় কর্মী ও প্রাক্তন বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করবেন তিনি। ইয়েচুরি জানিয়েছেন, তাঁর পক্ষে যা করার এই সফরে তিনি করবেন।
জম্মু কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ ধারার কিছু অংশ প্রত্যাহার করার পর থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কায় তারিগামি গৃহবন্দি। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ইয়েচুরি কাশ্মীর গিয়ে তাঁর সহকর্মীর সঙ্গে দেখা করতে পারেন। তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, তিনি শুধু তারিগামির সঙ্গেই দেখা করতে পারবেন, কোনও রাজনৈতিক উদ্দেশে এই সফরকে ব্যবহার করা যাবে না।
ইয়েচুরি জানিয়েছেন, শীর্ষ আদালত তাঁকে বলেছে, তারিগামির শারীরিক অবস্থা নিয়ে আদালতে রিপোর্ট করতে, তারপর আরও এগোবে মামলা। অতএব এই মামলা শেষ হয়নি, এটা অন্তর্বর্তী নির্দেশ। কাশ্মীর গিয়ে তাঁর পক্ষে যা সম্ভব তা করার চেষ্টা করবেন তিনি।
ফিরে আসার পর সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট দাখিল করবেন বলেও তিনি জানিয়েছেন।
এর আগে ইয়েচুরি এ মাসে দুবার কাশ্মীর প্রবেশের চেষ্টা করেন, একবার সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে, অন্যবার বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে। দুবারই তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।