এক্সপ্লোর
প্রয়াত আবদুল কালামের নাম বদলে মুখ্যমন্ত্রীর বাবার নামে পুরস্কার, সমালোচনার মুখে বাতিলে বাধ্য হল জগন মোহন সরকার
গতকাল এ নিয়ে একটি নির্দেশ বার হয়, তাতে বলা হয়, দশম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত ওই পুরস্কারের নাম বদলে ওয়াইএসআর বিদ্যা পুরস্কার রাখা হবে।
হায়দরাবাদ: বিজেপি, টিডিপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বাবার নামে পুরস্কারের নাম রাখা থেকে পিছিয়ে এল অন্ধ্রপ্রদেশ সরকার। এপিজে আবদুল কালাম প্রতিভা পুরস্কার অ্যাওয়ার্ডস নামে ওই পুরস্কারের নাম বদলে জগন মোহনের বাবা ওয়াইএস রাজশেখর রেড্ডির নামে রাখতে চলেছিল তারা।
গতকাল এ নিয়ে একটি নির্দেশ বার হয়, তাতে বলা হয়, দশম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত ওই পুরস্কারের নাম বদলে ওয়াইএসআর বিদ্যা পুরস্কার রাখা হবে। এখন বিষয় হল, পুরস্কারটি দেওয়া হয় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন ১০ নভেম্বর। এ নিয়ে বিরোধিতায় সরব হয় বিজেপি, টিডিপি। বিজেপি মুখপাত্র দীনকর লঙ্কা বলেন, এই পদক্ষেপ প্রয়াত রাষ্ট্রপতিকে অপমান ছাড়া কিছু নয়, রাজ্য সরকার যে কতটা উদ্ধত এতেই পরিষ্কার। প্রকৃত নায়কদের নাম এভাবেই চেপে দেয় পরিবারতন্ত্র, ফায়দা লোটে নির্দিষ্ট পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেন, এভাবে পুরস্কারের নাম বদল নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কুৎসিত প্রচেষ্টা ছাড়া কিছু নয়।Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy has ordered to immediately cancel the concerned GO (Government Order). He further ordered to reinstate the name of 'Dr APJ Abdul Kalam Pratibha Puraskar Awards'. https://t.co/JVGCx3eA2L
— ANI (@ANI) November 5, 2019
এরপরই আগের নির্দেশ বাতিল করে অন্ধ্র প্রশাসন। আজই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি পুরনো নির্দেশ বাতিল বলে ঘোষণা করেছেন।Dr. Kalam has accomplished much for the nation with his inspiring life. @ysjagan’s govt changing “APJ Abdul Kalam Pratibha Puraskar” to “YSR Vidya Puraskar” is a shocking method of self-aggrandizement at the cost of disrespecting a much venerated man. #YSRCPInsultsAbdulKalam pic.twitter.com/7lPaZddNZF
— N Chandrababu Naidu (@ncbn) November 5, 2019
India News (India News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement