সোস্যাল মিডিয়ায় ভাইরাল হল কর্নাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের এক মঠের 'বাবা'-র যৌন কেলেঙ্কারির ভিডিও।
2/10
গুরু নাঞ্জেশরা শিবাচারিয়া স্বামী ওরফে দয়ানন্দ নামে ওই বাবা-র এক ছোটখাট ফিল্ম অভিনেত্রীর সঙ্গে খুল্লমখুল্লা যৌনতার ভিডিও দেখে চক্ষু চড়কগাছ বেঙ্গালুরু বাসিন্দাদের। স্থানীয় টিভি চ্যানেলগুলিতে সেই ভিডিওর ফুটেজ সম্প্রচারিত হয়েছে।
3/10
২২০ একর জমি নিয়ে তৈরি এই মঠের বয়স প্রায় ৫০০ বছর।
4/10
বলেছেন, আনুষ্ঠানিক ভাবে অভিযোগ পেশ হলেই আমরা দয়ানন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু নিগৃহীতা বা বিক্ষোভকারীরা কেউই অভিযোগ জানাতে এগিয়ে আসেননি।
5/10
তবে দয়ানন্দের বিরুদ্ধে খাতায় কলমে অভিযোগ জমা না পড়ায় এখনই পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন নর্থ ইস্ট বেঙ্গালুরুর ডিসিপি গিরীশ।
6/10
রম্ভাপুরী মহাস্বামী ও মাতে মহাদেবী, এই দু্ই স্বামী তাঁকে বলেছেন, দয়ানন্দকে যেন তিনি উত্তরাধিকারী ঘোষণা না করেন, পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তি, এমন কাউকে নিযুক্ত করা হোক।
7/10
দয়ানন্দের বাবা শিবাচারিয়া ওই মঠের প্রধান।
8/10
দয়ানন্দ লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত। বেশ কয়েকজন লিঙ্গায়েত স্বামী তাঁর তীব্র নিন্দা করে মঠ থেকে ইস্তফা চেয়েছেন।
9/10
অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকা গডম্যানের বিরুদ্ধে বিক্ষোভ হাতের বাইরে চলে যেতে পারে, আশঙ্কায় মঠে ছুটে যায় পুলিশ। দয়ানন্দের খোঁজ মিলছে না।
10/10
উত্তর বেঙ্গালুরুর মাদ্দাবানাপুরা মঠের বাইরে বিক্ষোভ দেখায় একদল লোক। অভিযুক্ত গডম্যান নাকি ওই মঠেরই সাধু।